হ্যান ঝেং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোরালো শুল্ক-যুদ্ধের মধ্যেই বাজারকে আরও খুলে দিতে নতুন করে শপথ নিল চিন।
রবিবার চিনের সহকারী প্রধানমন্ত্রী হ্যান ঝেং বলেন, ‘‘বিশ্বের কাছে চিন তার দরজা আরও বেশি করে খুলবে।’’ তিনি আগেই বলেছেন, সেটা করা হবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ কর্মসূচির মাধ্যমেই। উল্লেখ্য, এই প্রকল্পের লক্ষ্য প্রতিবেশী দেশগুলিতে পরিকাঠামো গড়ে বাণিজ্য বাড়ানোর পথ তৈরি করা। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে হার না মানতেই চিন নতুন করে এই অঙ্গীকার করল বলে মনে করছেন কূটনীতিকরা।
বৃহস্পতিবারই ৬,০০০ কোটি ডলারের চিনা পণ্যে চড়া শুল্ক বসানোর কথা জানিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের অভিযোগ, অবাধ বাণিজ্যের নিয়ম ভাঙছে চিন। যে সব মার্কিন সংস্থা সে দেশে লগ্নি করে, মেধাস্বত্ব সুরক্ষিত রাখার নিয়ম ভেঙে তাদের থেকে প্রযুক্তি হাতায় চিন।
তবে রবিবার হ্যানের পাল্টা দাবি, রক্ষণশীল নীতির বদলে বাজার খোলার কৌশলেই এগিয়ে যাবে চিনা অর্থনীতি। এর জন্য তাদের হাতিয়ার:
• বাজার আরও বেশি খুলে দেওয়া।
• ঢালাও সংস্কার।
• দেশি ও বিদেশি সংস্থাকে সমান চোখে দেখা।
• মেধাস্বত্ব আইন সুরক্ষিত রাখা।
হ্যান বলেছেন, বিশ্বায়ন থেকে পিছু হটা যায় না। শুল্কের পাঁচিল তুলে কেউই স্বার্থ সুরক্ষিত রাখতে পারে না। ফলে বাজার খোলার অস্ত্রেই শুল্ক যুদ্ধে জিততে চায় চিন।