US Federal Reserve

আমেরিকায় সুদ কমেছে, ভারতে কবে

কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব অজয় শেঠ বৃহস্পতিবার বলেছেন, “আমেরিকার পক্ষে যেটা ভাল হবে, সেটা করতেই সুদ কমিয়েছে তাদের শীর্ষ ব্যাঙ্ক। রিজ়ার্ভ ব্যাঙ্কও ভারতের আর্থিক স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৬
Share:

আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ। —ফাইল ছবি।

অর্থনীতিকে চাঙ্গা করতে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমাল আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ। ইঙ্গিত দিল, চলতি বছরে আরও কমানোর। তার পরেই ভারতে তুঙ্গে উঠল চর্চা, এর প্রভাব কি পড়বে এ দেশে? কবে সুদ কমিয়ে শিল্প এবং ঋণগ্রহীতাদের সুরাহা দেবে রিজ়ার্ভ ব্যাঙ্ক?

Advertisement

কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব অজয় শেঠ বৃহস্পতিবার বলেছেন, “আমেরিকার পক্ষে যেটা ভাল হবে, সেটা করতেই সুদ কমিয়েছে তাদের শীর্ষ ব্যাঙ্ক। রিজ়ার্ভ ব্যাঙ্কও ভারতের আর্থিক স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে।’’ মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের বার্তা, ‘‘ভারতের উপরে আমেরিকার সিদ্ধান্তের প্রভাব পড়বে সামান্য।’’ অর্থনীতিবিদ অভিরূপ সরকারের মতে, “এ দেশেও সুদ কমাতেই হবে। তবে সেটা এখনই হওয়ার সম্ভাবনা কম। সার্বিক ভাবে মূল্যবৃদ্ধি নামলেও, এখনও খাদ্যপণ্যের দাম রিজ়ার্ভ ব্যাঙ্কের চিন্তার কারণ। যদিও অন্যান্য দেশ সুদের হার ছাঁটলে আরবিআইয়ের উপরে চাপ বাড়বে। বিশেষত রফতানিকারীরা বলবেন, ভারত সুদ না কমানোয় এ দেশের রফতানি বাণিজ্য দামের দিক দিয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।’’

বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষও বলছেন, “আরবিআই প্রভাবিত হয়ে চটজলদি সুদ ছাঁটবে মনে হয় না। বরং ঋণনীতি কমিটি দেশের আর্থিক বিষয়গুলি বিচার করে সিদ্ধান্ত নেবে। অতিবৃষ্টির ফলে আনাজের দাম বাড়লে মূল্যবৃদ্ধির ফের মাথা তোলার আশঙ্কা থাকবে। তাই সম্ভবত তাড়াহুড়ো করা হবে না।’’ তবে ইউনিয়ন ব্যাঙ্কের প্রাক্তন কর্ণধার দেবব্রত সরকার মনে করেন, ‘‘শুধু মূল্যবৃদ্ধি বা আর্থিক বৃদ্ধির কথা ভাবলে চলবে না। ব্যাঙ্কগুলিতে আমানতের ঘাটতি আছে। সুদ কমলে তা আরও কমবে। আরবিআই এটা নিশ্চয়ই মাথায় রাখবে।’’ এই পরিস্থিতিতে দেশের সকলের চোখ এখন ৭-৯ অক্টোবর রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতির দিকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement