ফাইল চিত্র।
ঋণপত্র নির্ভর ছ’টি মিউচুয়াল ফান্ড প্রকল্প বন্ধ রেখেছে ফ্র্যাঙ্কলিন টেম্পলটন। এ বার সেগুলিকে গুটিয়ে নেওয়ার জন্য ইউনিটহোল্ডারদের অনুমতি নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই সভা ডাকার জন্য ফান্ড সংস্থাটিকে এক সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত। তবে প্রকল্পগুলি থেকে টাকা তোলা আপাতত স্থগিত থাকবে বলেও আদালত জানিয়েছে।
ওই ছ’টি প্রকল্প লগ্নিকারীদের আগাম অনুমতি ছাড়া বন্ধ করা যাবে না বলে এর আগে নির্দেশ দিয়েছিল কর্নাটক হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে সংস্থাটির করা আবেদন শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত।
বৃহস্পতিবারের শুনানিতে বিচারপতি আব্দুল নজির এবং বিচারপতি সঞ্জীব খন্না জানান, বিষয়টি গুরুত্বপূর্ণ, লগ্নিকারীরা তাঁদের টাকা ফেরত চান। তাই তাঁদের অনুমতি নেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে ফান্ড সংস্থাটির ট্রাস্টিকে অনুমতি দিচ্ছে শীর্ষ আদালত। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।
আরও খবর: ভারত মহাসাগরীয় অঞ্চলে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত, চিনকে হুঁশিয়ারি ভারতের নৌপ্রধানের
৯৮ বছর বয়সে প্রয়াত ‘এমডিএইচ মসালা’ কর্ণধার ধর্মপাল গুলাটি
গত ২৩ এপ্রিল ছ’টি মিউচুয়াল ফান্ড প্রকল্প বন্ধ করার কথা ঘোষণা করে ফ্র্যাঙ্কলিন টেম্পলটন। জানানো হয়, ওই সব প্রকল্পে টাকা রাখতে বা তুলতে পারবেন না লগ্নিকারীরা। কারণ, প্রকল্পের টাকা যে সব জায়গায় লগ্নি করা হয়েছে সেখান থেকে ফেরত পাওয়া যাচ্ছে না। এ দিকে লগ্নি প্রত্যাহারের চাপ বাড়ছে গ্রাহকদের দিক থেকে। সংস্থাটি জানিয়েছে, গত ২৪ এপ্রিল থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ওই ছ’টি প্রকল্পের ১১,৫৭৬ কোটি টাকা ফেরত পাওয়া গিয়েছে। লগ্নির মেয়াদপূর্তি, আগাম টাকা মেটানো এবং কুপন রেট বাবদ তা এসেছে।