গাড়ি ও তার যন্ত্রাংশে অতিরিক্ত ২৫% শুল্ক ঘোষণা ট্রাম্পের
Nirmala Sitharaman

গাড়ির উপর ট্রাম্পের শুল্ক বৃদ্ধির কী প্রতিক্রিয়া দেবে ভারত? বিরোধীদের প্রশ্নে চুপ নির্মলা

আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণা, সে দেশে আমদানি হওয়া সব গাড়ি এবং তার প্রধান যন্ত্রাংশে চাপবে ২৫% শুল্ক। ৩ এপ্রিল থেকে তা আদায় শুরু হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ০৮:১০
Share:
নির্মলা সীতারামন।

নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

ফের বিশ্ব বাজারে কাঁপুনি ধরালেন ডোনাল্ড ট্রাম্প। এ বার তাঁর শুল্কের খাঁড়া নামল গাড়ির উপরে। আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণা, সে দেশে আমদানি হওয়া সব গাড়ি এবং তার প্রধান যন্ত্রাংশে চাপবে ২৫% শুল্ক। ৩ এপ্রিল থেকে তা আদায় শুরু হবে। তার পরেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে লোকসানের হিসেব। এর আগে ট্রাম্প ইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতেও ২৫% শুল্ক চাপিয়েছেন। বেশ কিছু দিন ধরে হুমকি দিচ্ছেন, আগামী ২ এপ্রিল ‘পাল্টা’ শুল্ক বসাবেন ভারত-সহ বহু দেশের পণ্যে। বৃহস্পতিবার মোদী সরকারের কাছে বিরোধী শিবিরের প্রশ্ন, ট্রাম্পের শুল্ক-হুমকির নিরিখে ভারতের প্রতিক্রিয়া কী? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অবশ্য এ দিন তাঁর বক্তব্যে সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন।

Advertisement

এ দিন কংগ্রেস নেতা পি চিদম্বরমের অভিযোগ, কেন্দ্র ট্রাম্পের শুল্ক-হুমকি নিয়ে সংসদে কোনও আলোচনাই করছে না। তাঁর সতর্কবার্তা, শুল্ক এবং বাণিজ্য যুদ্ধ রফতানিতে ধাক্কা দেবে। কমাবে বিদেশি প্রত্যক্ষ লগ্নি। ঠেলে তুলবে মূল্যবৃদ্ধিকে। ডলারের সাপেক্ষে আরও তলানিতে ঠেকবে টাকার দাম। প্রাক্তন অর্থমন্ত্রীর প্রশ্ন, সরকারের প্রতিক্রিয়া কী? ভারতের প্রতিক্রিয়া কী? সেই সঙ্গে তোপ, ‘‘এই সংক্রান্ত নীতি নিয়ে কোনও বিবৃতি নেই, সংসদে আলোচনা নেই, বিরোধী দলগুলির থেকে পরামর্শ নেওয়া নেই। সরকার তাঁর সমস্ত তাস বুকের মধ্যে চেপে বসে আছে, যদি আদৌ কোনও তাস থাকে।’’

এর জবাবে সন্ধ্যেবেলায় নির্মলা কী বলেন, সে দিকে নজর ছিল গোটা দেশের। তবে তিনি তার ধারেকাছেও যাননি। শুধু জানান, ২০১৬-এ ভারত নেটে বিজ্ঞাপন দেখানোর জন্য ৬% ডিজিটাল ট্যাক্স (ইকুয়ালাইজ়েশন লেভি) বসিয়েছিল, ২০২০-তে ২%। ৬% তোলা হয় সব পক্ষের সঙ্গে কথা বলে ট্রাম্প ক্ষমতায় আসার আগেই। আর সম্প্রতি কেন্দ্রের আমদানি শুল্ক কমানোর নীতির অঙ্গ ২% শুল্ক তোলা। উল্লেখ্য, এই কর এপ্রিল থেকে তোলার পদক্ষেপে মূলত উপকৃত হবে আমেরিকার গুগ্‌ল, এক্স, মেটা-র মতো সংস্থা। অভিযোগ উঠেছে, ট্রাম্পের শুল্ক-হুমকির প্রেক্ষিতে নেট বিজ্ঞাপনে কর তুলে নেওয়া আদতে শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে নয়াদিল্লির বোঝাপড়ার ইঙ্গিত। এ দিন সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর, বাণিজ্য মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক আমেরিকার পণ্য আমদানি, তাতে শুল্ক এবং সেই হার ছাঁটাই করা আলোচনা চালাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement