Union Budget

Union Budget 2022: বাজেটে তেলে কর ছাঁটাইয়ের দাবি

গত নভেম্বরে পেট্রলে লিটারে ৫ টাকা ও ডিজ়েলে ১০ টাকা শুল্ক কমিয়েছিল মোদী সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ০৭:২৩
Share:

—ফাইল চিত্র।

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম পেরোল ব্যারেল পিছু ৯১ ডলার। এর প্রতিফলন দেশের পেট্রল-ডিজ়েলে এখনও পড়েনি। তবে সকলে মোটামুটি নিশ্চিত পাঁচ রাজ্যে ৭ মার্চ ভোট মিটলেই দাম বাড়বে। সেই ইঙ্গিত সরকারি সূত্রেরও। ফলে ফের জ্বালানিতে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক ছাঁটার দাবি উঠছে। গত নভেম্বরে পেট্রলে লিটারে ৫ টাকা ও ডিজ়েলে ১০ টাকা শুল্ক কমিয়েছিল মোদী সরকার। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, তেলের দর যেখানে পৌঁছেছে, (কলকাতায় পেট্রল লিটারে ১০৪.৬৭ টাকা, ডিজ়েল ৮৯.৭৯) তাতে ওই হার নগণ্য। শুক্রবার একই ইঙ্গিত মূল্যায়ন সংস্থা ইন্ডিয়া রেটিংসেরও। অর্থনীতিকে চাঙ্গা করতে চাহিদা বাড়ানোর জন্য বাজেটে ওই শুল্ক কমানো এবং কর্মসংস্থান বাড়ানোর আর্জি জানিয়েছে তারা।

Advertisement

মোদী সরকারকে বার্তা

  • পেট্রল-ডিজ়েলে উৎপাদন শুল্ক কমাক কেন্দ্র, যাতে অত্যাবশ্যক পণ্যের মূল্যবৃদ্ধিতে রাশ টানা যায়।
  • সামগ্রিক ভাবে চাহিদা বৃদ্ধির চেষ্টা করতে হবে। বিশেষত গ্রামাঞ্চলে।
  • পরিকাঠামোয় লগ্নি বাড়াতে হবে।
  • মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে তাঁদের হাতে নগদ জোগানোর ব্যবস্থা হোক।
  • চাহিদা বাড়াতে কর্মসংস্থান বৃদ্ধির পদক্ষেপও জরুরি।
  • নজর দেওয়া হোক গত বাজেটে ঘোষিত অসম্পূর্ণ প্রকল্পগুলি রূপায়ণে।
  • রাজকোষ ঘাটতিতে বেশি রাশ টানতে গেলে হিতে বিপরীত হতে পারে।
Advertisement

সংস্থাটির দাবি, ক্রমাগত শুল্ক বৃদ্ধি অত্যাবশ্যক পণ্যের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। ফলে মানুষ কেনাকাটা বাড়াচ্ছে না। ভুগছে অর্থনীতি। তাই বাজেটে শুল্ক কমানো হোক। ক্রয়ক্ষমতা বাড়াতে আয়করও কমুক।

রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণের বদলে বাজেটে চাহিদা বাড়ানোয় জোর দিতে বলেছে উপদেষ্টা সংস্থা গোল্ডম্যান স্যাক্সও। তাদের প্রস্তাব, এ জন্য গ্রামে কেনাকাটা বৃদ্ধির ব্যবস্থা হোক, বাড়ুক সমাজ কল্যাণে খরচ ও পরিকাঠামোয় লগ্নি। ইন্ডিয়া রেটিংসের পরামর্শ, বেকারত্ব কমাতে অতিমারিতে জখম ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement