TRI

ভুয়ো রুখতে বার্তাবিধি

বিজ্ঞাপনী প্রচারমূলক বার্তার ‘মেসেজ ট্রেসেবিলিটি’ অর্থাৎ কোথা থেকে সেটি আসছে ও কোথায় যাচ্ছে, নিয়মিত তাদের কাছে সেই তথ্য জমা দিতে হবে সংস্থাগুলিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ০৬:০৫
Share:

বহু গ্রাহক ভুয়ো মেসেজে আসা লিঙ্কে ক্লিক করে ক্ষতির মুখে পড়ছেন। —প্রতীকী চিত্র।

অবাঞ্ছিত বা ভুয়ো ফোন কল আটকানোর নিয়ম এসেছে অগস্টে। কাল, রবিবার চালু হবে ওই ধরনের এসএমএস রোখার নতুন বিধি। টেলি নিয়ন্ত্রক ট্রাই বলেছে, পণ্য-পরিষেবার বিজ্ঞাপনী প্রচারমূলক বার্তার ‘মেসেজ ট্রেসেবিলিটি’ অর্থাৎ কোথা থেকে সেটি আসছে ও কোথায় যাচ্ছে, নিয়মিত তাদের কাছে সেই তথ্য জমা দিতে হবে সংস্থাগুলিকে। অনথিভুক্ত নম্বর থেকে এই ধরনের বার্তা আসতে দেখলে, সেটিকে দ্রুত কালো তালিকাভুক্ত করে পরিষেবা বন্ধ করতে হবে।

Advertisement

যদিও প্রশ্ন উঠেছে, এই নিয়মের গেরোয় ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত জরুরি বার্তা বা বিভিন্ন লেনদেন এবং অন্যান্য কাজে প্রয়োজনীয় ‘ওটিপি’ (ওয়ান টাইম পাসওয়ার্ড) আটকে যাবে না তো? এই সমস্যা তৈরি হতে পারে বলে জল্পনাও ছড়িয়েছে একাংশের মধ্যে। তবে ট্রাইয়ের আশ্বাস, এমন অসুবিধা হবে না। ফলে অহেতুক বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না কারও।

নিয়ন্ত্রকের বার্তা, বহু গ্রাহক ভুয়ো মেসেজে আসা লিঙ্কে ক্লিক করে ক্ষতির মুখে পড়ছেন। এ নিয়ে অজস্র অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। গ্রাহকদের জালিয়াতির হাত থেকে বাঁচাতেই এই উদ্যোগ। নিয়ম চালুর কথা ছিল অক্টোবরে। কিন্তু টেলিকম সংস্থাগুলির অনুরোধে দু’বার সেই সময় পিছিয়ে ১ ডিসেম্বর করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement