কলেজ পড়ুয়াদের ব্যবসায় উৎসাহ দিতে প্রশিক্ষণ

কলেজে পড়াকালীনই ছাত্রদের ভবিষ্যতে ব্যবসা করতে উৎসাহ দেওয়ার জন্য প্রশিক্ষণ চালু করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই)। এ কথা জানিয়েছেন সংস্থার সহ সভাপতি মানস ঠাকুর। পরিকল্পনার অঙ্গ হিসেবে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ছোট ও মাঝারি ব্যবসার বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আইসিএআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ০৩:০৮
Share:

কলেজে পড়াকালীনই ছাত্রদের ভবিষ্যতে ব্যবসা করতে উৎসাহ দেওয়ার জন্য প্রশিক্ষণ চালু করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই)। এ কথা জানিয়েছেন সংস্থার সহ সভাপতি মানস ঠাকুর।

Advertisement

পরিকল্পনার অঙ্গ হিসেবে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ছোট ও মাঝারি ব্যবসার বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আইসিএআই। মানসবাবু বলেন, ‘‘আপাতত ১৭টি কলেজ এবং ৩টি বিশ্ববিদ্যালযের সঙ্গে চুক্তি করেছি। প্রতিটিতে ৪০ জন করে পড়ুয়ার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।’’ ২০০ ঘন্টার এই প্রশিক্ষণে ব্যবসা শুরুর জন্য ট্রেড লাইসেন্স পাওয়া-সহ কী কী করতে হয়, তা শেখানো হবে। প্রশিক্ষণ দেওয়া হবে ব্যবসা চালানোর পদ্ধতি নিয়েও। পরিকল্পনা বাস্তবায়িত করতে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি ও গুজরাতের অন্ত্রেপ্রেনরশিপ ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে হাত মিলিয়েছে তারা।

বিদ্যালয় স্তর থেকে মূলধনী বাজার নিয়ে সচেতনতা তৈরির জন্যও পরিকল্পনা করেছে আইসিএআই। হাত মিলিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটিজ মার্কেটসের (এনআইএসএম) সঙ্গে। তার ডিরেক্টর সন্দীপ ঘোষ বলেন, ‘‘আমাদের প্রতিষ্ঠানটি সেবির অঙ্গ। আর্থিক ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য যে সার্টিফিকেট কোর্সটি চালু করেছি, সেটিও সেবি অনুমোদিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement