Tourism Industry

কেন্দ্রের হস্তক্ষেপ দাবি পর্যটন শিল্পের

দৈনন্দিন কাজের বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন না মানুষ। ধুঁকছে হোটেল থেকে শুরু করে পর্যটন শিল্প।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২০ ০৭:৫৫
Share:

— ফাইল ছবি

করোনার ধাক্কায় গত মার্চ থেকে দেশে ট্রেন, বিমান চলাচল প্রায় বন্ধ। দৈনন্দিন কাজের বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন না মানুষ। আর এর জেরে ধুঁকছে হোটেল থেকে শুরু করে পর্যটন শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ক্ষেত্র। এই পরিস্থিতিতে পর্যটন শিল্পকে ঘুরিয়ে দাঁড় করাতে কেন্দ্রের সাহায্য চাইল সংশ্লিষ্ট ক্ষেত্রের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব অ্যাসোসিয়েশন্স ইন ইন্ডিয়ান টুরিজ়ম অ্যান্ড হসপিটালিটি (ফেথ)। বুধবার এ জন্য একগুচ্ছ দাবি পেশ করেছে তারা। যার মধ্যে রয়েছে—

Advertisement

• পর্যটনের দিশা দিতে কেন্দ্রের মন্ত্রীদের নিয়ে টাস্ক ফোর্স এবং বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের নিয়ে গোষ্ঠী তৈরি।

• ভারতের পর্যটন শিল্পে আস্থা ফেরাতে নভেম্বরের শুরুতে বা শেষে আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য ইন্ডিয়ান টুরিজ়ম মার্ট আয়োজন করা।

Advertisement

• দেশের ভিতরে যত দিন না চাহিদা ফেরে এবং স্থিতিশীলতা আসে, তত দিন বিদেশি পর্যটকদের জন্য ই-ভিসা হলিডে-র সুবিধা দেওয়া।

• ঋণ পুনর্গঠন প্রক্রিয়া চালু না-হওয়া পর্যন্ত হোটেল ও পর্যটন সংস্থাগুলির জন্য কিস্তিতে মোরাটোরিয়াম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement