প্রতীকী চিত্র
কোভিডে মৃত ইএসআইয়ের আওতাভুক্ত কর্মী বা সদস্যদের পরিবারের জন্য বিশেষ পারিবারিক পেনশন আনা হলেও, সেই সুবিধা নিতে এগিয়ে আসছেন না তেমন কেউ। ইএসআই কর্তৃপক্ষ চাইছেন, পেনশনের সুবিধা নিতে ওই সব সদস্যের পরিবার দ্রুত দাবিপত্র জমা দিক তাঁদের কাছে। তাই তাদের বিভিন্ন ভাবে কোভিড-পেনশনের অস্তিত্ব সম্পর্কে জানাতে উদ্যোগী হয়েছেন তাঁরা।
রাজ্যে ইএসআইয়ের আঞ্চলিক ডিরেক্টর অক্ষয় কালা বলেন, ‘‘আমরা ইএসআইয়ের বিভিন্ন হাসপাতাল থেকে কোভিডে মৃতদের তথ্য জানার চেষ্টা করছি। ২০২০ সালের ২৪ মার্চ প্রকল্পটি চালুর পর থেকে এ পর্যন্ত ৬৯ জন সদস্যের নাম জোগাড় করতে পেরেছি, যাঁরা কোভিডে মারা গিয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে মাত্র জনা দুয়েকের পরিবার পেনশনের দাবি পেশ করেছেন।’’ ইএসআইয়ের আশঙ্কা, তাদের আরও অনেক সদস্য অতিমারিতে প্রাণ হারিয়েছেন। একাংশ হয়তো বাড়িতেই।
পারিবারিক পেনশনের সুবিধা মেলে সংশ্লিষ্ট সদস্য কর্মস্থলে মারা গেলে। কিন্তু কোভিড-পেনশনের সুবিধা পাওয়া যাচ্ছে হাসপাতাল বা বাড়িতে করোনা সংক্রমণের কারণে মৃত্যু হলেও। ইএসআই জানিয়েছে, মৃত সদস্য ইএসআইয়ের যে শাখা কার্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেখানে অথবা ই-মেলের মাধ্যমে যোগাযোগ করে দাবিপত্র জমা দিতে পারবে তাঁর পরিবার। ই-মেলগুলি হল—
• কলকাতা: rd-westbengal@esic.nic.in এবং benefit2-wb@esic.nic.in,
• দুর্গাপুর আঞ্চলিক অফিস: dir-durgapur@esic.nic.in,
• ব্যারাকপুর আঞ্চলিক অফিস: dir-bpore@esic.nic.in