global recession

বিশ্ব মন্দার প্রথম ইঙ্গিত 

মূল্যায়ন সংস্থা মুডি’জ় এ দিনই জানিয়েছে, ২০২০ সালে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি মন্দার মুখে পড়তে পারে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২০ ০৭:১৩
Share:

প্রতীকী চিত্র।

করোনাভাইরাসের জেরে বাড়ছে বিশ্ব মন্দার আশঙ্কা। এই আশঙ্কা যে অমূলক নয়, তার ইঙ্গিত এল প্রথম সারির মুক্ত অর্থনীতি সিঙ্গাপুর থেকে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে তাদের অর্থনীতি এক বছর আগের তুলনায় সরাসরি ২.২% কমতে চলেছে। সারা বছরে ১%-৪% কমতে পারে। মূল্যায়ন সংস্থা মুডি’জ় এ দিনই জানিয়েছে, ২০২০ সালে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি মন্দার মুখে পড়তে পারে। আমেরিকা এবং ইউরো অঞ্চলের অর্থনীতি যথাক্রমে কমতে পারে ২% এবং ২.২%। চিনের বৃদ্ধি কমে হতে পারে ৩.৩%।

Advertisement

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) জানিয়েছে, বিশ্ব অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে গেলে করোনার প্রভাব কেটে যাওয়ার পরে বাণিজ্যিক কার্যকলাপ বাড়াতে হবে। সমাধানসূত্র খুঁজতে হবে সমস্ত দেশ মিলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement