Retail Gold

খুচরো সোনার নতুন নজির

সোনার দাম এতটা উঁচুতে চড়লেও গয়নার বাজারে ক্রেতার আনাগোনার কমতি নেই বলে দাবি ব্যবসায়ীদের। তাঁরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধাতুটির দর চড়া থাকায় ৬০,০০০ টাকার আশপাশের দামে ক্রেতাদের গা সয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ০৮:৫৮
Share:

—প্রতীকী চিত্র।

পুরনো নজির ভেঙে আরও এক ধাপ এগোল সোনা। শনিবার কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট) দাম দাঁড়িয়েছে ৬২,৪৫০ টাকা। এই প্রথম। আগের রেকর্ডের থেকে ৫০ টাকা বেশি। জিএসটি-সহ সেই দাম দাঁড়াচ্ছে ৬৪,৩২৩.৫০ টাকা। পাশাপাশি জিএসটি-সহ একই পরিমাণ গয়না সোনার (২২ ক্যারেট) দাম এ দিন ৬১,১৩০.৫০ টাকা ছিল। পাকা সোনার বাটের দাম অবশ্য রয়েছে পুরনো রেকর্ডেই। বিশ্ব বাজারে প্রতি আউন্স সোনা (২৪ ক্যারাট) ১৩.৪৫ ডলার বেড়ে ২০০২.৮০ ডলার হয়েছে।

Advertisement

সোনার দাম এতটা উঁচুতে চড়লেও গয়নার বাজারে ক্রেতার আনাগোনার কমতি নেই বলে দাবি ব্যবসায়ীদের। তাঁরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধাতুটির দর চড়া থাকায় ৬০,০০০ টাকার আশপাশের দামে ক্রেতাদের গা সয়ে গিয়েছে। তা ছাড়া এখন বিয়ের মরসুম। তাই কাটতি খারাপ হচ্ছে না বলে জানিয়েছেন বৌবাজারের গিনি এম্পোরিয়ামের কর্তা সমর দে। অনেকটা একই দাবি বেলঘরিয়ায় গয়নার ছোট দোকান পোদ্দার জুয়েলার্সের মালিক টগর পোদ্দারের। বনগাঁর মাঝারি মাপের দোকান নিউ সিংহ জুয়েলার্সের মালিক বিনয় সিংহ বলেন, ‘‘কেনাকাটা ভালই হচ্ছে। দাম এতটা না বেড়ে গেলে বিক্রি আরও ভাল হত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement