লক্ষ্য ছিল কালো টাকা উদ্ধার এবং ডিজিটাল লেনদেন করে ভারতকে পরিচ্ছন্ন করা। সেই কাজে কতটা সফল ভারত সরকার সেই রিপোর্ট এসে না পৌঁছলেও কর সংগ্রহে যে জোয়ার এসেছে, তা এ দিন দাবি করল কেন্দ্র। আয়কর দফতর জানিয়েছে, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে আয়কর রিটার্ন বেড়েছে ২৫ শতাংশ।
আরও পড়ুন: নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জনা দেননি? কী করবেন দেখে নিন
জুলাই মাসের প্রথম থেকেই আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আয়কর বিভাগ জানিয়েছিল, অতিরিক্ত ফাইল যাতে সুষ্ঠু ভাবে জমা পড়ে ও খতিয়ে দেখা যায়, তাই রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৫ অগস্ট করা হয়। রিপোর্ট বলছে, গত বছর যেখানে ২ কোটি ২৬ লক্ষ রিটার্ন জমা পড়েছিল, সেখানে চলতি বছরের ৫ অগস্ট পর্যন্ত প্রায় ২ কোটি ৮২ লক্ষ জন আয়করদাতা রিটার্ন ফাইল জমা করেছেন। এখনও অর্থবর্ষ শেষ হতে সাত মাসেরও বেশি বাকি। তাই আরও অনেকটা কর সংগ্রহ করা যাবে বলেই মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: ডব্লিউটিও চুক্তি রূপায়ণে সময় বাঁধল কেন্দ্র
অর্থমন্ত্রকের দাবি, নোটবন্দির ফলেই এই সাফল্য এসেছে। আয়কর দফতরের এক কর্তার কথায়: ‘‘এই ২৫ শতাংশ আয়কর রিটার্ন (আইটিআর) বৃদ্ধি নোট বাতিল এবং কেন্দ্রের কালো টাকা বিরোধী অভিযানেরই সুফল বলে মনে করি।’’ আগামী দিনে আয়কর রিটার্নের হার আরও বাড়বে বলেই আশাবাদী কেন্দ্র।