প্রতীকী ছবি।
সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে ভারতে শর্ত সাপেক্ষে আমদানি করা সোনায় কমছে আমদানি শুল্ক। পাশাপাশি সেখানকার ব্যবসায়ীরা বিনা শুল্কে ভারত থেকে গয়না ও দামি পাথর আমদানি করতে পারবেন। দু’দেশের মধ্যে সম্প্রতি সার্বিক আর্থিক সহযোগিতা সংক্রান্ত চুক্তির (কম্প্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট) ফলে ওই দুই সুবিধা মিলবে বলে দাবি কেন্দ্রের। আর তার হাত ধরে ভারতের গয়না রফতানি ব্যবসারও বৃদ্ধি ঘটবে বলে আশাবাদী শিল্প মহলের একাংশের দাবি, সে ক্ষেত্রে সুবিধা পেতে পারে কলকাতা। কারণ, হাতের কাজ করা গয়না রফতানির ক্ষেত্রে এই শহর প্রথম সারিতে রয়েছে। এ ছাড়া সোনার আংশিক আমদানির উপরে শুল্ক কমায় ভারতে গয়নার দামেও
ইতিবাচক প্রভাব পড়বে।
কেন্দ্রীয় বাণিজ্য সচিব বি ভি আর সুব্রহ্মণ্যন শনিবার জানান, সাম্প্রতিক ওই চুক্তির অঙ্গ হিসেবে দু’দেশের আমদানি ও রফতানিকারীরা ওই সব সুবিধা পাবেন। নতুন ব্যবস্থা এপ্রিল থেকে মে মাসের মধ্যে চালু হবে। চুক্তি মোতাবেক, আমিরশাহি থেকে ভারতে আমদানি করা সোনার উপর আমদানি শুল্ক ১% কমে হচ্ছে ৯%। পাশাপাশি এখন আমিরশাহিতে গয়না ও রত্ন আমদানির জন্য শুল্কের হার ৫%। ভারতীয় গয়নার শুল্ক শূন্যে নামবে।
জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পঙ্কজ পারেখ এ দিন বলেন, ‘‘ভারতীয় গয়না ও রত্নের ২৬ শতাংশের গন্তব্য আমিরশাহি। এ বার তা ৪০% হবে বলে আশা আমাদের।’’ সেই দৌড়ে কলকাতার ‘উজ্জ্বল’ সম্ভাবনার দাবি করে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে বলেন, ‘‘হাতের কাজ করা সোনার গয়না রফতানিতে অগ্রণী কলকাতা। গত বছরেই রফতানিতে প্রথম স্থান দখল করেছেন কলকাতার এক রফতানিকারী।’’