বিক্ষোভ: শনিবার মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্কের সদর দফতরের সামনে পিএমসি ব্যাঙ্কের আমানতকারীরা। পিটিআই
কেলেঙ্কারির অঙ্ক ৪,৩৫৫ কোটি টাকা। তহবিল সামলাতে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে ছ’মাসে ৪০ হাজারে। অভিযোগ উঠেছে, তহবিল তুলতে না পেরে মৃত্যু হয়েছে একাধিক আমানতকারীর। সব মিলিয়ে পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপরেটিভ (পিএমসি) ব্যাঙ্কের গ্রাহকদের ক্ষোভ তুঙ্গে। যা মহারাষ্ট্রের নির্বাচনের ঠিক আগে বিজেপির পক্ষে কিছুটা অস্বস্তির। প্রচারের শেষ দিনে তাই বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। জানালেন, আমানতকারীদের তহবিল সুরক্ষিত থাকবে। অন্য কোনও ব্যাঙ্কের সঙ্গে পিএমসি ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া যায় কি না, সে ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। নির্বাচনের পরে বিষয়টি নিয়ে আরও এগোবেন তিনি। শনিবারও মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্কের সদর দফতরের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান আমানতকারীদের একাংশ।
ফডণবীস এ দিন বলেন, ‘‘পিএমসি ব্যাঙ্ক-কে ঘুরিয়ে দাঁড় করানোর বিষয়টি এমনিতে রিজার্ভ ব্যাঙ্কের এক্তিয়ারভুক্ত। তবে রাজ্য সরকার এ ব্যাপারে সাহায্য করতে পারে।’’ ব্যাঙ্কটির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পথও খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।