—প্রতীকী চিত্র।
উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পের (পিএলআই) হাত ধরে দেশে ইস্পাত শিল্পে ২৯,৫০০ কোটি টাকার লগ্নি আসতে চলেছে বলে দাবি কেন্দ্রের। শনিবার ইস্পাত সচিব নগেন্দ্র সিংহ বলেন, ভবিষ্যতের চাহিদা মেটাতে ২০৩০ সালের মধ্যে দেশে ৩০ কোটি টন ইস্পাত উৎপাদনের লক্ষ্য স্থির করেছেন তাঁরা। বিশেষত পূর্বাঞ্চলের কথা মাথায় রেখে লৌহ আকরের সমস্যা মেটাতে তৈরি হতে পারে বিশেষ টাস্ক ফোর্স। সঙ্গে তাঁর বার্তা, ইস্পাত ক্ষেত্রে কার্বন নির্গমন কমাতেও উদ্যোগী হয়েছে সরকার।
এ দিন কলকাতায় ভারত চেম্বারের সভায় সিংহ জানান, পরিকাঠামো, সৌর বিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রের হাত ধরে দেশে ইস্পাতের চাহিদা বছরে ১০% হারে বাড়ছে। এই শিল্পে পিএলআই-এর সুবিধা দিতে আরও ৫৭টি সংস্থাকে বাছা হয়েছে। তাদের লগ্নিতে ভর করে বাড়তি ২.৫ কোটি টন ইস্পাত উৎপাদন হবে। ২০২৭-২৮ সালের মধ্যে লগ্নি শেষ করাই লক্ষ্য। উল্লেখ্য, গত অর্থবর্ষে দেশে ইস্পাত উৎপাদন হয়েছে ১৩.৮৫ কোটি টন।
তবে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে লৌহ আকরের যথেষ্ট জোগান নেই বলে সভায় অভিযোগ করেন বণিকসভার সভাপতি এন জি খেতান। সিংহ জানান, বিষয়টি তাঁরা জানেন। সমস্যার মেটাতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হতে পারে।
পাশাপাশি, কার্বন নির্গমন কমাতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ১৪টি টাস্ক ফোর্সের রিপোর্ট খতিয়ে দেখছে কেন্দ্র। শীঘ্রই ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের মত নিতে রিপোর্ট প্রকাশ করা হবে বলেও জানান সচিব। বলেন, দেশে সব শিল্পে যে কার্বন নির্গমন হয়, তার ১২% আসে ইস্পাত থেকে। যা কমাতে হাইড্রোজেনের ব্যবহার বাড়ানোর সুপারিশ করেছে টাস্ক ফোর্সগুলি।