Mobile Network

সংযোগ বদল ১০০ কোটি

সংশ্লিষ্ট মহল বলছে, ফোনের খরচ বাড়ায় বিপাকে বহু গ্রাহক। সামাজিক মাধ্যম ছেয়ে গিয়েছে বেসরকারি সংস্থা ছেড়ে রাষ্ট্রায়ত্ত বিএসএনএলে সংযোগ পোর্ট করার আবেদনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৪ ০৯:০১
Share:

—প্রতীকী চিত্র।

জিয়ো, ভি, এয়ারটেল মাসুল বাড়ানোয় নম্বর এক রেখে মোবাইল পরিষেবা সংস্থা বদলের (পোর্টাবিলিটি) ঝোঁক বেড়েছে দেশে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের দাবি, সংযোগ বদলের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। ২০১১-র জানুয়ারিতে ব্যবস্থাটি চালু করে তারা।

Advertisement

সংশ্লিষ্ট মহল বলছে, ফোনের খরচ বাড়ায় বিপাকে বহু গ্রাহক। সামাজিক মাধ্যম ছেয়ে গিয়েছে বেসরকারি সংস্থা ছেড়ে রাষ্ট্রায়ত্ত বিএসএনএলে সংযোগ পোর্ট করার আবেদনে। বিএসএনএল সূত্রে খবর, এ মাসের প্রথম ১০ দিনে বেঙ্গল সার্কলে ১৩,১৮০ নম্বর পোর্ট হয়েছে, কলকাতা সার্কলে ৫৮০০। অধিকাংশই এসেছে জিয়ো ছেড়ে। দু’টি মিলিয়ে জিয়ো থেকে সরেছে প্রায় ৮৭০০ মোবাইল নম্বর। আর এক সূত্র বলছে, জুলাইয়ের প্রথম ১৫ দিনে দেশে অন্য সংস্থা থেকে বিএসএনএলে সরেছে প্রায় ১৫ লক্ষ নম্বর।

তবে ট্রাইয়ের তথ্যে সর্বভারতীয় ক্ষেত্রে ছবিটা উল্টো। সেখানে অন্য পরিষেবা সংস্থা থেকে জিয়োতে আসা গ্রাহক অনেক বেশি। সার্বিক ভাবে পোর্টাবিলিটিতে সব থেকে লাভবান জিয়ো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএসএনএল। ৬ জুলাই ভারতে মোট পোর্টাবিলিটি ১০০ কোটি পেরিয়েছে। মাসে গড়ে ১.১ কোটির বেশি নম্বর পোর্ট হচ্ছে। শিল্প সূত্রের দাবি, কোনও সংস্থার পরিষেবায় খরচ-খরচা বেশি মনে হলেই গ্রাহক অন্য সংস্থায় সরছেন। তবে এক বার সংস্থা বদলের তিন মাসের মধ্যে ফের তা পরিবর্তন করা যায় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement