Big Basket

বিগ বাস্কেট কিনছে টাটারা! দেশজুড়ে জল্পনা দিনভর

সংবাদ মাধ্যমের খবর, বিগ বাস্কেটে চিনা লগ্নিকারী আলিবাবা তাদের পুরো ২৬% অংশীদারি বেচতে পারে। অন্য দিকে, বিগ বাস্কেটও প্রায় ২০ কোটি ডলার তুলতে চায়। আর সেই সূত্রেই নাকি টাটাদের সঙ্গে কথাবার্তার শুরু। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ০৪:৪০
Share:

ছবি: সংগৃহীত।

করোনাকালে সংক্রমণ এড়ানোর তাগিদে অনলাইনে খুচরো ব্যবসা গতি পেয়েছে। রোজকার প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রেও আমজনতার বড় অংশের ভরসা হয়ে উঠেছে নেট বাজার। যে কারণে অতিমারির আবহেও সেই বাজারে বিক্রি বাড়াতে তীব্র প্রতিযোগিতার আঁচ। রিলায়্যান্স থেকে অ্যামাজ়ন, ফ্লিপকার্ট, সকলেই ঝাঁপাচ্ছে নতুন নতুন কৌশলে সেখানে নিজেদের ভাগ বাড়ানোর লক্ষ্যে। দেশজুড়ে জল্পনা, এ বার সেই দৌড়ে শামিল হতে অনলাইন মুদিখানা বিগ বাস্কেটের সিংহভাগ অংশীদারি পকেটে পুরতে চলেছে টাটা গোষ্ঠীও। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ জন্য প্রায় ১০০ কোটি ডলার পর্যন্ত ঢালতে পারে তারা।

Advertisement

বুধবার দিনভর কানাঘুষো চলে এই খবর নিয়ে। এ নিয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা অবশ্য মন্তব্য করতে চায়নি। প্রতিক্রিয়া মেলেনি বিগ বাস্কেটের তরফেও। তবে নিজেদের পণ্যকে অনলাইনে বিক্রি করতে টাটারা যে সুপার অ্যাপ আনছে, সে কথা জানা গিয়েছিল আগেই। সংশ্লিষ্ট মহলের দাবি, নেট বাজারে পা রাখার ওই আগ্রহই তাদের বিগ বাস্কেট কেনা নিয়ে জল্পনায় ইন্ধন জুগিয়েছে।

সংবাদ মাধ্যমের খবর, বিগ বাস্কেটে চিনা লগ্নিকারী আলিবাবা তাদের পুরো ২৬% অংশীদারি বেচতে পারে। অন্য দিকে, বিগ বাস্কেটও প্রায় ২০ কোটি ডলার তুলতে চায়। আর সেই সূত্রেই নাকি টাটাদের সঙ্গে কথাবার্তার শুরু।

Advertisement

•২০১৯ সালে ভারতের মোট খুচরো ব্যবসার মাত্র ১.৬% ছিল অনলাইন বা ই-কমার্স সংস্থাগুলির দখলে। করোনাকালে দ্রুত বাড়ছে নেট বাজারগুলির ব্যবসা।

•ভারতে প্রায় ৫০ কোটি মানুষ ইন্টারনেটে সক্রিয়।

•ফেসবুক, গুগলের মতো সংস্থার লগ্নিকে ঝুলিতে ভরে অনলাইন বাজার ধরতে ঝাঁপাচ্ছে রিলায়্যান্স জিয়ো।

•কোমর বাঁধছে অ্যামাজ়ন, ফ্লিপকার্টের মতো পুরনো ই-কমার্স সংস্থাগুলিও।

•নিজেদের খুচরো ব্যবসার সব পণ্যের অনলাইন মঞ্চ সুপার অ্যাপ এনে প্রতিদ্বন্দ্বীদের জমি কাড়তে উদ্যোগী টাটা গোষ্ঠীও।

•এর মধ্যেই ছড়িয়েছে জল্পনা, অনলাইন মুদিখানা বিগ বাস্কেটের সিংহভাগ অংশীদারি পকেটে পুরতে চলেছে টাটারা।

•দেশে নেট মুদিখানা চালায় বিগ বাস্কেট, জিয়ো মার্ট, অ্যামাজ়ন, ফ্লিপকার্ট, ডিমার্ট।

এক সমীক্ষার দাবি, ২০১৯ সালে ভারতে অনলাইন মুদিখানার ব্যবসা ছিল ১৯০ কোটি ডলারের (প্রায় ১৩,৮৭০ কোটি টাকার)। ২০২৪ সালে তা ছোঁবে ১৮০০ কোটি (১,৩১,৪০০ কোটি টাকা)। ফলে দেশি-বিদেশি সব সংস্থার নিশানায় এই বাজার। খবর, টাটাদের সুপার অ্যাপে লগ্নি করছে অ্যামাজ়ন। নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে ফ্লিপকার্ট, রিলায়্যান্সের জিয়ো মার্টের মতো সকলেই। সংশ্লিষ্ট মহলের দাবি, আগামী দিনে রিলায়্যান্স কর্তা মুকেশ অম্বানীর সঙ্গে অ্যামাজ়ন কর্তা জেফ বেজোসের জোর টক্কর দেখতে চলেছে ভারতের অনলাইনের খুচরো বাজার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement