দেশে নতুন নিয়ম চালু হলে সেই তালে পা মিলিয়ে হাঁটবে টাটা মোটরস। সে ক্ষেত্রে পুরনো কোনও ব্র্যান্ড তৈরি বন্ধ করে নতুন নিয়মকানুন মেনে গাড়ি তৈরি করবে তারা। আজ জেনিভা গাড়ি প্রর্শনীতে এ কথা জানান সংস্থার এমডি-সিইও গুন্টার বুশেক। যদিও ন্যানো-র ভবিষ্যৎ স্পষ্ট করেননি তিনি।
আগামী অক্টোবর থেকে তৈরি হওয়া গাড়িগুলিকে আরও শক্তপোক্ত করতে নতুন নিয়ম-কানুনের (যেমন ফ্রন্টাল অ্যান্ড সাইড ক্র্যাশ) পরীক্ষা পেরোতে হবে। তেমনই ২০২০ থেকে ‘ভারত স্টেজ-৬’ সহায়ক পরিবেশ বিধিও মানতে হবে। বুশেকের মতে, এই সব নিয়মনের জেরেই পুরনো সব কিছুই বদল হবে। তিনি বলেন, ‘‘কিছু গাড়ির জীবনচক্র স্বাভাবিক ভাবেই শেষ হবে।’’ যাত্রী গাড়ির পরিকল্পনাও সেই অনুযায়ী করছেন তাঁরা।