Synergy Camp

নির্বাচনী বিধি চালু, স্থগিত ক্ষুদ্রশিল্প শিবির

উপনির্বাচন থাকায় শেষ মুহূর্তে পিছিয়ে গেল ক্ষুদ্রশিল্পের সমস্যা সমাধানের জেলাওয়াড়ি ‘সিনার্জি’ ক্যাম্প। আগামিকাল, ১৪ নভেম্বর হাওড়া থেকে শিবির শুরু হওয়ার কথা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ০৮:২৭
Share:

‘সিনার্জি এমএসএমই’। —নিজস্ব চিত্র।

রাজ্যে একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন থাকায় শেষ মুহূর্তে পিছিয়ে গেল ক্ষুদ্রশিল্পের সমস্যা সমাধানের জেলাওয়াড়ি ‘সিনার্জি’ ক্যাম্প। আগামিকাল, ১৪ নভেম্বর হাওড়া থেকে শিবির শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত রাখা হয়েছে। আপাতত হচ্ছে না ২০ নভেম্বর হুগলির শিবিরও। পাশাপাশি, চলতি মাসে পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো একাধিক জেলাতেও আপাতত তা না হওয়ার কথা সব পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

ক্ষুদ্রশিল্প দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে মঙ্গলবার বলেন, ‘‘রাজ্যে নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি বলবৎ থাকবে ২৩ নভেম্বর পর্যন্ত। ফলে ক্যাম্প এখন হচ্ছে না। আমরা নতুন করে পরিকল্পনা করছি। শীঘ্রই সেই তারিখ জানানো হবে।’’ তবে দফতর সূত্রের খবর, নভেম্বরে না হলেও ডিসেম্বরের শুরু থেকেই এই শিবির হবে। বিষয়টি নিয়ে ক্ষুদ্রশিল্পের সংগঠন ফসমির সঙ্গেও যোগাযোগ রাখছে সংশ্লিষ্ট দফতর। মূলত রাস্তাঘাট, জঞ্জাল, জল বা ছাড়পত্র নিয়ে সব সমস্যার সমাধান এই শিবিরে করা হয়।

পাণ্ডে জানান, ডিসেম্বরে রাজ্য জুড়ে ক্ষুদ্রশিল্প মাস পালিত হবে। এ নিয়ে শনিবার সব দফতরের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব। সেখানে চূড়ান্ত হবে অনুষ্ঠানের রূপরেখা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement