Swissotel

তালা ঝুলল সুইসোটেলে

অম্বুজা ও অ্যাকর গোষ্ঠীর দশ বছরের চুক্তি জুনে শেষ হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২০ ০৪:৩৬
Share:

ছবি সংগৃহীত।

আতিথেয়তা শিল্পে ধাক্কা লাগার মাত্রা আগেই টের পাওয়া গিয়েছিল। অতিমারির পটভূমিতে এ বার কলকাতায়, বিমানবন্দরের সব থেকে কাছের পাঁচতারা হোটেলটিও বন্ধ করার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর নির্মাণস্থলে গত দশ বছর ধরে বহুজাতিক হোটেল-গোষ্ঠী অ্যাকর সুইসোটেল ব্র্যান্ডটি চালাচ্ছিল। অম্বুজা ও অ্যাকর গোষ্ঠীর দশ বছরের চুক্তি জুনে শেষ হয়েছে। যা আর পুনর্নবীকরণ হয়নি। ফলে, ঝাঁপ বন্ধ করেছে সুইসোটেল কলকাতা।

Advertisement

অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর কর্ণধার হর্ষ নেওটিয়া সোমবার বলেন, “যে কোনও পাঁচতারা হোটেলের ব্যবসার সঙ্গেই দেশের ভিতরে ও বাইরে বিমান চলাচলের যোগ আছে। সুইসোটেলের ব্যবসার ৮০% কলকাতায় আসা বিমানযাত্রী, প্রধানত বিদেশি অতিথির উপরে নির্ভর করত। ফলে তা চালানো কঠিন হয়েছে।” তাঁর মতে, দেশে পরিষেবা ক্রমশ স্বাভাবিক হলেও, আন্তর্জাতিক উড়ান দ্রুত চালুর সম্ভাবনা নেই। ফলে এটি চালু রাখা মুশকিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement