সাইরাস মিস্ত্রি। —ফাইল চিত্র।
টাটা গোষ্ঠীর এগ্জ়িকিউটিভ চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রিকে পুনর্বহালের নির্দেশ দিয়েছিল এনসিএলটির আপিল আদালত (এনসিএলএটি)। শুক্রবার সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এ দিন প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, এনসিএলএটির গত ১৮ ডিসেম্বরের নির্দেশে কিছু ভ্রান্তি রয়েছে। এর ফলে কিছুটা স্বস্তি ফিরল টাটাদের মধ্যে। তবে এরই পাশাপাশি, সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের অধিকার খর্ব করা যাবে না বলেও শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। যে অধিকার খর্বের চেষ্টা হচ্ছে বলে টাটাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাইরাস।
টাটা গোষ্ঠীর আবেদনের ভিত্তিতে এ দিন সাইরাস, তাঁর সংস্থা ও বিভিন্ন পক্ষকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। চার সপ্তাহ পরে পরবর্তী শুনানি। আদালত বলেছে, সাইরাস এনসিএলএটিতে যে আর্জি জানিয়েছিলেন, তাতে টাটা সন্সের শীর্ষ পদ ফেরানোর কথা ছিল না। কিন্তু এন চন্দ্রশেখরনের নিয়োগকে বেআইনি বলা ছাড়াও ওই পদে মিস্ত্রিকে ফেরানোর রায় দেয় তারা। ভ্রান্তি সেখানেই।