ব্রিটেন ও জাপান ঘিরে দুশ্চিন্তা টেনে নামাল ভারতের বাজারকে

আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে ক্রমশ বাড়তে থাকা উদ্বেগ চাঙ্গা থাকতে দিল না ভারতের শেয়ার বাজারকে। বৃহস্পতিবার সেনসেক্স পড়ে গেল ২০০.৮৮ পয়েন্ট। দাঁড়াল ২৬,৫২৫.৪৬ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ০৮:১৯
Share:

আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে ক্রমশ বাড়তে থাকা উদ্বেগ চাঙ্গা থাকতে দিল না ভারতের শেয়ার বাজারকে। বৃহস্পতিবার সেনসেক্স পড়ে গেল ২০০.৮৮ পয়েন্ট। দাঁড়াল ২৬,৫২৫.৪৬ অঙ্কে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও ৬৫.৮৫ পয়েন্ট নেমে থামল ৮,১৪০.৭৫ অঙ্কে। বিশেষজ্ঞেরা বলছেন, মাঝে-মধ্যে উঠলেও বাজার যে-এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, এটা তারই প্রমাণ। বুধবার সেনসেক্স বেড়েছিল ৩৩১।

Advertisement

এ দিন ডলারে টাকার দাম পড়েছে ৬ পয়সা। এক ডলার হয়েছে ৬৭.২১ টাকা।

বাজার বিশেষজ্ঞদের দাবি, এ দিন লগ্নিকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ দু’টি।

Advertisement

এক, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে, নাকি বেরিয়ে যাবে, তা নিয়ে তৈরি হওয়া চূড়ান্ত অনিশ্চয়তা। এ নিয়ে আগামী ২৩ তারিখ সে দেশে গণভোট। সকলের আশঙ্কা, শেষ পর্যন্ত ব্রিটেন যদি ইউরো অঞ্চল ছাড়ার পক্ষেই ভোট দেয় তা হলে গোটা বিশ্বের আর্থিক বাজারে চাপ পড়বে। যা আরও শ্লথ করে দেবে আন্তর্জাতিক অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া। বাড়বে না পণ্যের চাহিদা। আর এর জেরে মার খাবে ভারতের অর্থনীতি।

দুই, জাপানের শীর্ষ ব্যাঙ্কের নতুন করে কোনও ত্রাণ প্রকল্প মঞ্জুর না করা। আর্থিক সমস্যা থেকে দেশকে বার করে আনতে যার প্রত্যাশায় বসেছিল দুনিয়া বিশ্ব জুড়ে বাজার পড়ার প্রভাবই এ দিন পড়েছে ভারতের বাজারে।

বাজার বিশেষজ্ঞ এস কে কৌশিক যদিও বলছেন, ‘‘ব্রিটেন নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বিদেশি লগ্নি সংস্থাগুলি ভারতে শেয়ার বিক্রির পরিমাণ তেমন বাড়ায়নি। ফলে মনে হচ্ছে ব্রিটেন বেরিয়ে গেলেও ওই সব সংস্থা আতঙ্কিত হয়ে ভারতে শেয়ার বিক্রি না-ও করতে পারে।’’

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হা অবশ্য বলেছেন, ‘‘ব্রিটেনের পরিস্থিতিতে চোখ রাখছে সরকার। কড়া নজর রয়েছে পশ্চিম এশিয়ার সমস্যার দিকেও। বিশেষত তেলের দামের উপর এ সব ঘটনার প্রতিক্রিয়া কী হয়, সেটা দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement