Stock SIP Investment

স্টক এসআইপিতে লাভের অঙ্ক বৃদ্ধি করতে কখনওই করা যাবে না যে পাঁচ ভুল

স্টক এসআইপির বিনিয়োগকারীর নিজের ইচ্ছামতো শেয়ারে বিনিয়োগের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় মাথার রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৬:১০
Share:

—প্রতীকী ছবি।

মোটা টাকা লাভের আশায় অনেকেই স্টক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (এসআইপি) লগ্নি করেন। এতে নিয়মিত ভাবে নির্দিষ্ট পরিমাণ শেয়ার কিনতে বিনিয়োগকারীদের টাকা দিয়ে যেতে হয়। এর সঙ্গে মিউচুয়াল ফান্ড এসআইপির যথেষ্ট অমিল রয়েছে। স্টক এসআইপিতে লগ্নিকারী সরাসরি ইচ্ছেমতো শেয়ারে বিনিয়োগের সুযোগ পান। আবার এতে তহবিল পরিচালিত যৌথ লগ্নিও করা যেতে পারে। তবে বিশেষজ্ঞেরা ব্যক্তিগত ভাবে স্টকে বিনিয়োগেরই পরামর্শ দিয়েছেন। স্টক এসআইপিতে লগ্নির ক্ষেত্রে প্রায়শই কিছু ভুল করে থাকেন লগ্নিকারীরা। যার জেরে প্রত্যাশা মতো লাভবান হতে পারেন না তাঁরা। তেমনই পাঁচটি বড় ভুলের সিদ্ধান্ত এই প্রতিবেদনে তুলে ধরা হল।

Advertisement

প্রথমত, শুধুমাত্র প্রবণতা এবংঅতীতে কেমন ফল করেছে, তার উপর নির্ভর করে স্টক বাছাই করা ঠিক নয়। প্রতিটা সংস্থার মৌলিক এবং শ্রেণিভিত্তিক বৃদ্ধির সূচক বুঝে নিয়ে এতে লগ্নি করতে হবে। দ্বিতীয়ত, স্টক এসআইপির শেয়ার বাছাইয়ের ক্ষেত্রে বৈচিত্র রাখা ভাল। নির্দিষ্ট শ্রেণি বা সংস্থার স্টকে বার বার বিনিয়োগ করলে লোকসানের আশঙ্কা বাড়বে।

তৃতীয়ত, অনেকেই স্টক এসআইপিতে লগ্নির পর বাজারের ওঠানামার উপর প্রভাবিত হয়ে দ্রুত শেয়ার কেনাবেচা শুরু করেন। এতে স্বল্প মেয়াদে বিনিয়োগ করতেই ভালবাসেন তাঁরা। কিন্তু স্টক এসআইপি থেকে ভাল লাভ পেতে হলে দীর্ঘমেয়াদি লগ্নির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। চতুর্থত, এর বিনিয়োগকারীকে নিয়মিত শেয়ারের কার্যকারিতা পরীক্ষা করতে হবে। সেগুলি লগ্নির লক্ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে।

Advertisement

পঞ্চমত, নিয়মিত শেয়ার কিনলে উচ্চ লেনদেনের ফি দিতে হবে। যা লগ্নিকারীর রিটার্নকে প্রভাবিত করতে পারে। আর তাই স্টক কেনার আগে এই খরচ বিবেচনা করতে হবে।

(বিশেষ দ্রষ্টব্য: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বাএসআইপিতে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এতে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement