—প্রতীকী ছবি।
ডলারের নিরিখে কমেই চলেছে টাকার দাম। আর সেই পতন ঠেকাতে বিদেশি মুদ্রা ভান্ডারের বিপুল অর্থ বিক্রি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। কিন্তু তা সত্ত্বেও নিম্নমুখী রয়েছে সূচক। বর্তমানে ৮৪ টাকায় পৌঁছে গিয়েছে এক ডলারের দর।
সূত্রের খবর, ডলারের নিরিখে টাকার দামের পতন ঠেকাতে ২ হাজার ৬০০ কোটি ডলার বিক্রি করেছে আরবিআই। সেপ্টেম্বরের শেষ থেকে যা শুরু করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করতে এক মাসের মধ্যেই ওই পরিমাণ ডলার বিক্রি করা হয়েছে বলে খবর মিলেছে।
নভেম্বরে ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতেই বিশ্ব বাজারে ডলার শক্তিশালী হতে শুরু করে। ফলে অনেকটা নেমে যায় ভারতীয় টাকার মূল্য। উল্লেখ্য, টাকার মূল্যবৃদ্ধি করতে ডলার কিনতে এবং এর অবমূল্যায়ন থামাতে ডলার বিক্রি করতে পারে আরবিআই।
বিশেষজ্ঞদের দাবি, গত কয়েক মাস ধরে দুটোই করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। প্রথমে টাকার দ্রুত মূল্যায়ন বন্ধ করতে ডলার কিনে নেয় আরবিআই। পরবর্তী কালে মুদ্রার দাম পড়তে শুরু করায় আমেরিকান টাকা বিক্রি করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
আরবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের ১০ সেপ্টেম্বর ডলারের নিরিখে ৮৩.৯৭ টাকায় নেমে যায় ভারতীয় মুদ্রা। কিন্তু ২০ সেপ্টেম্বরের মধ্যেই দাম বৃদ্ধি পাওয়ায় তা ৮৩.৪৯ টাকায় চলে আসে।
এর পর রিজার্ভ ব্যাঙ্ক ডলার কিনতে শুরু করলে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার হু হু করে বাড়তে শুরু করে। ১৩ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে যা ১ হাজার ৬০০ কোটি ডলার থেকে বেড়ে ৬১ হাজার ৬২০ কোটিতে গিয়ে পৌঁছয়।
বিদেশি মুদ্রা ভান্ডার বাড়লেও টাকার দামের পতন আটকানো যায়নি। ২৭ সেপ্টেম্বর ডলারের নিরিখে এর দাম দাঁড়ায় ৮৩.৬৭ টাকা। এই দর ৮ নভেম্বর আরও কমে ৮৪.৩৪ টাকায় নেমে এসেছে।