প্রতীকী চিত্র
গত বাজেট বক্তৃতায় ব্যাঙ্কের গ্রাহকদের বিমাকৃত আমানতের অঙ্ক ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই সেই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। শনিবার স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন, এই বিমার বর্ধিত প্রিমিয়াম গ্রাহকদের ঘাড়ে চাপাবে না তাঁর ব্যাঙ্ক। এ দিন তিনি বলেন, ‘‘আমরা কখনও ওই প্রিমিয়ামের দায় গ্রাহকের কাঁধে চাপাইনি। এ বারও চাপানো হবে না। আগে প্রিমিয়ামের অঙ্ক ৩০০০ কোটি টাকা ছিল। তা বেড়ে ৩৬০০ কোটি হবে।’’
গত কয়েক বছরে একাধিক সমবায় ব্যাঙ্কের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি গ্রাহকদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে দেশের অন্যতম বড় সমবায় ব্যাঙ্ক পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপরেটিভ (পিএমসি) ব্যাঙ্কের আর্থিক অনিয়ম। দাবি উঠেছে ওই ব্যাঙ্কটিকে অন্য কোনও ব্যাঙ্কের সঙ্গে মিশিয়ে দেওয়ার। তখনই বিমাকৃত আমানতের অঙ্ক বাড়ানোরও দাবি ওঠে।
স্টেট ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বি পি কানুনগো বলেছেন, ‘‘এর ফলে প্রতি ১০০ টাকায় প্রিমিয়াম আপাতত ১০ থেকে থেকে বেড়ে ১২ পয়সা হতে চলেছে। ফলে ব্যাঙ্কের হিসেবের খাতায় বড় কোনও প্রভাব পড়বে না।’’