State Bank of India

ঋণে ফের সুদ বাড়াল স্টেট ব্যাঙ্ক

বৃহস্পতিবার থেকেই ঋণের তহবিল জোগাড়ের খরচের উপর নির্ভরশীল সুদ (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়াল স্টেট ব্যাঙ্ক। ফলে এক বছরের এমসিএলআর ৮.৮৫% থেকে বেড়ে হল ৮.৯৫%।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৪ ০৮:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

শেষ বার বাড়ানো হয়েছিল গত জুনে। তার পরে দু’মাসও কাটেনি, ফের ঋণে সুদের হার বাড়ল ভারতীয় স্টেট ব্যাঙ্কে। ফলে গাড়ি-বাড়ি কেনার জন্য সেখান থেকে ধার নেওয়া গ্রাহকদের খরচও আরও বাড়ল।

Advertisement

বৃহস্পতিবার থেকেই ঋণের তহবিল জোগাড়ের খরচের উপর নির্ভরশীল সুদ (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বাড়াল স্টেট ব্যাঙ্ক। ফলে এক বছরের এমসিএলআর ৮.৮৫% থেকে বেড়ে হল ৮.৯৫%। দু’বছরের এমসিএলআর ৮.৯৫% থেকে বেড়ে হয়েছে ৯.০৫%। এসবিআই থেকে বাড়ি বা গাড়ি ঋণ নিয়ে থাকলে, তা এক বছরের এমসিএলআরের সঙ্গে সংযুক্ত থাকে। ফলে এই সব ক্ষেত্রে ধার শোধের মাসিক কিস্তি (ইএমআই) বাড়বে। আবার দু’বছরের এমসিএলআরের সঙ্গে যোগ হয় ব্যক্তিগত ঋণ। কাজেই সুদের বোঝা বাড়বে তাতেও।

চড়া মূল্যবৃদ্ধির জমানায় বহু দিন ধরে রেপো রেট (যে সুদে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয়) স্থির রেখেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তার পরেও বিভিন্ন ব্যাঙ্ককে সুদের হার বাড়াতে দেখা যাচ্ছে এখনও। ফলে উদ্বেগ বাড়ছে ঋণগ্রহীতা সাধারণ মানুষদের। আরও জোরালো হচ্ছে সুদ কমানোর সওয়াল। বিশেষত সম্প্রতি খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার শীর্ষ ব্যাঙ্কের বাঁধা ৪% লক্ষ্যের নীচে নামায় কার্যত সুদে সুরাহার অপেক্ষায় দিন গুনছেন গ্রাহক। তবে খাদ্যপণ্যের দাম এখনও চড়া থাকায় তা খুব দ্রুত হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement