— প্রতিনিধিত্বমূলক ছবি।
সবেমাত্র জুনে এক দফা সুদ বাড়িয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। তার পরে দু’মাসও কাটেনি, ফের ঋণে সুদের হার বাড়াল তারা। ফলে বিভিন্ন মেয়াদে গাড়ি-বাড়ি সমেত বেশির ভাগ ক্ষেত্রে সেখান থেকে ধার নেওয়া গ্রাহকদের খরচের বোঝা আরও ভারী হল।
গত বৃহস্পতিবার থেকেই ঋণের তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে হিসাব করা সুদ (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট বা ০.১ শতাংশ বিন্দু বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। এ নিয়ে টানা তিন বার এমসিএলআর বাড়ানোর পথে হাঁটল দেশের বৃহত্তম ব্যাঙ্কটি। ফলে এক বছরের মেয়াদে তার হার ৮.৮৫% থেকে বেড়ে হল ৮.৯৫%। বাড়ি ও গাড়ি-সহ বেশির ভাগ খুচরো ঋণ এর সঙ্গে যুক্ত থাকে। ফলে সেগুলির ঋণের মাসিক কিস্তি (ইএমআই) বাড়ছে। দু’বছরের সুদ ৮.৯৫% থেকে বেড়ে হয়েছে ৯.০৫%। আর তিন বছরের ক্ষেত্রে তা ৯.১০%।
চড়া মূল্যবৃদ্ধির জমানায় একটানা সুদ বাড়ানোর পরে গত ন’টি ঋণনীতি ধরে রেপো রেট (যে সুদে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয়) ৬.৫ শতাংশে স্থির রেখেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। সংশ্লিষ্ট মহলের দাবি, চড়া সুদের ভারে এমনিতেই কাহিল সাধারণ ঋণগ্রহীতারা। ফলে শীর্ষ ব্যাঙ্ক সুদ স্থির রাখায় অন্তত সেই খরচ আর বাড়বে না ভেবে স্বস্তি পেয়েছিলেন তাঁরা। কিন্তু তার পরেও বিভিন্ন ব্যাঙ্ককে তা বাড়াতে দেখা যাচ্ছে। ফলে উদ্বেগ বাড়ছে ধারের ভার নাকাল গৃহস্থের। আরও জোরালো হচ্ছে সুদ কমানোর সওয়াল। বিশেষত সম্প্রতি খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরবিআইয়ের বাঁধা ৪% লক্ষ্যের নীচে নামায় সুরাহার অপেক্ষায় দিন গুনছেন গ্রাহক। তবে খাদ্যপণ্যের দাম এখনও চড়া থাকায় তা খুব দ্রুত হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞেরা।