Petrapole

অচলাবস্থা কাটল পেট্রাপোলে 

এ দিন বিকেলে বাংলাদেশের বেনাপোল বন্দর থেকে পণ্য নিয়ে সে দেশের ট্রাক পেট্রাপোলে আসতে শুরু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

পেট্রাপোল শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০৩:৫০
Share:

প্রতীকী ছবি।

চার দিন বন্ধ থাকার পর রবিবার থেকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে ফের পণ্য বাণিজ্য শুরু হল।

Advertisement

এ দিন বিকেলে বাংলাদেশের বেনাপোল বন্দর থেকে পণ্য নিয়ে সে দেশের ট্রাক পেট্রাপোলে আসতে শুরু করে। এর ফলে পেট্রাপোলে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কাটল বলেই মনে করছেন বাণিজ্যের সঙ্গে যুক্ত সকলে। ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পেট্রাপোলের ম্যানেজার শুভজিৎ মণ্ডল বলেন, ‘‘কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রবিবার থেকে পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।’’

এর আগে পণ্য আমদানি চালু করার অনুরোধ জানিয়ে রফতানি সংস্থাগুলির সংগঠন ফিয়োর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছিল। তাদের দাবি ছিল, রাজ্যের হিলি ও মেহেদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি শুরু হয়েছে। পেট্রাপোল দিয়েও একই ব্যবস্থা চালু করা হোক।

Advertisement

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘‘রবিবার বিকেলে বেনাপোল থেকে পাঁচটি বাংলাদেশি ট্রাক পেট্রাপোলে এসেছে। বাংলাদেশি ট্রাক চালকেরা স্বাস্থ্যবিধি মেনে, পিপিই কিট পরে এসেছেন।’’ স্বাস্থ্য দফতরের খবর, বাংলাদেশ থেকে আসা ট্রাক চালকদের র‌্যাপিড করোনা পরীক্ষা হবে।

জেলা আঞ্চলিক পরিবহণ কর্তৃপক্ষের সরকারি সদস্য গোপাল শেঠ বলেন, ‘‘বাণিজ্য নিয়ে অচলাবস্থা কাটল। দু’দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এটা জরুরি ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement