যন্ত্রাংশ জুড়ে ফোন তৈরির জন্য উত্তরপ্রদেশে কারখানা গড়ছে স্পাইস মোবাইল। পাশাপাশি নতুন বিপণন কৌশল হিসেবে দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরে কম দামি মোবাইল ফোনের বাজার ধরার উপর জোর দিচ্ছে সংস্থাটি। এখন চিন থেকে ফোন আমদানি করে স্পাইস।
মাস খানেকের মধ্যে কারখানা চালু হবে বলে জানিয়েছেন সংস্থার সিইও আমনদীপ সিংহ। প্রথমে মাসে ৫ লক্ষ ফোন তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। পরে তা বেড়ে ২০ লক্ষ হবে। এতে উৎপাদন খরচ যা বাঁচবে তার ভাগ পাবেন ক্রেতারা। অর্থাৎ, মোবাইলের দাম কমবে। বাকিটা ‘ব্র্যান্ড’ তৈরির কাজে ঢালার পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক মাসে বিপণনে ১০০ কোটি টাকা খরচ করবে সংস্থা। পূর্বাঞ্চলের বাজারে খরচ হবে ১৫-২০ কোটি টাকা।
ব্যবসা বাড়াতে সংস্থা ৪,০০০ হাজার টাকার মধ্যে দামের মোবাইলের বাজারকেই পাখির চোখ করছে। সিংহ জানান, মাসে এখন সেই বাজার প্রায় ৩০০০ কোটি টাকার, যার ৫% দখলে রয়েছে সংস্থার। আগামী ৮-১০ মাসে তা ১৫-২০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আর সে জন্যই দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরের উপর জোর দিতে চাইছেন তাঁরা, যেখানে এ ধরনের কম দামি স্মার্ট ও ফিচার ফোনের বাজার বেশি। পাশাপাশি বিভিন্ন বাজারের জন্য আলাদা আলাদা কৌশল নিতে চাইছেন তাঁরা। যেমন ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বাংলা বা অন্যান্য আঞ্চলিক ভাষার ‘কি-প্যাড’ মোবাইলে রাখতে চান তাঁরা।