বিদ্যুৎ নিগমেও বিশেষ কমিটি 

অক্টোবরে বিদ্যুৎ কর্মীদের জন্য নতুন বেতন কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। জানুয়ারিতে তারা চূড়ান্ত রিপোর্ট পেশ করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৬
Share:

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের কর্মীদের বেতন কাঠামো, পদোন্নতি-সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করা হল। ১৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Advertisement

অক্টোবরে বিদ্যুৎ কর্মীদের জন্য নতুন বেতন কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। জানুয়ারিতে তারা চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। ওই বেতন কমিটির সুপারিশগুলি বণ্টন সংস্থার পরিচালন পর্ষদের অনুমোদন পেলে সংশোধিত বেতন কাঠামো-সহ অন্যান্য বিষয়গুলি বিদ্যুৎ কর্মীদের জন্য কার্যকর করা শুরু হবে। নিয়ম অনুসারে, সুপারিশগুলি অন্যান্য সরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীদের জন্যও সমান ভাবে কার্যকর করার কথা। তবে নিগম যেহেতু বিদ্যুৎ উৎপাদক সংস্থা ও তাদের কর্মীদের কাজের ধরনের সঙ্গে পদ, বেতন, পদোন্নতি-সহ অন্যান্য বিষয়গুলি বণ্টন সংস্থার থেকে আলাদা, তাই প্রথা মেনে সব দিক খতিয়ে দেখতেই এই কমিটি গঠন করা হয়েছে।

প্রশাসন সূত্রের খবর, নিগমের মতো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থাও তাদের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করতে একই ভাবে কমিটি গঠন করবে। তবে বণ্টন সংস্থার গঠিত বেতন কমিটির অনুমোদিত সুপারিশগুলিকে সামনে রেখেই বিদ্যুৎ উন্নয়ন নিগম এবং সংবহন সংস্থা পৃথক ভাবে তাদের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করবে বলেই জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement