এ বার পণ্য পৌঁছে দিয়ে কার্ডেও দাম নেবে স্ন্যাপডিল

এত দিন ই-কমার্স সংস্থার জিনিস হাতে পাওয়ার পরে নগদে দাম মেটানোর সুযোগ পেতেন ক্রেতা। যাকে বলে ক্যাশ অন ডেলিভারি। এ বার স্ন্যাপডিল আর এক ধাপ এগিয়ে চালু করছে কার্ড অন ডেলিভারি। যেখানে ওয়েবসাইট়ে বরাত দেওয়া পণ্যটি তাঁর কাছে পৌঁছনোর পরে ক্রেতা সেটির দাম দিতে পারবেন ক্রেডিট বা ডেবিট কার্ডেও। সে ক্ষেত্রে সংস্থার সাইটে জিনিসের বরাত দিতে গিয়ে দাম মেটানোর পদ্ধতি হিসেবে এটি বেছে নেওয়া যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০৩:১৭
Share:

এত দিন ই-কমার্স সংস্থার জিনিস হাতে পাওয়ার পরে নগদে দাম মেটানোর সুযোগ পেতেন ক্রেতা। যাকে বলে ক্যাশ অন ডেলিভারি। এ বার স্ন্যাপডিল আর এক ধাপ এগিয়ে চালু করছে কার্ড অন ডেলিভারি। যেখানে ওয়েবসাইট়ে বরাত দেওয়া পণ্যটি তাঁর কাছে পৌঁছনোর পরে ক্রেতা সেটির দাম দিতে পারবেন ক্রেডিট বা ডেবিট কার্ডেও। সে ক্ষেত্রে সংস্থার সাইটে জিনিসের বরাত দিতে গিয়ে দাম মেটানোর পদ্ধতি হিসেবে এটি বেছে নেওয়া যাবে। জিনিসটি বয়ে নিয়ে যাবেন যিনি, তাঁর কাছেই কার্ড মারফত লেনদেনের যন্ত্র থাকবে।

Advertisement

স্ন্যাপডিলের ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) আশিস চিত্রবংশী জানান, নতুন এই ব্যবস্থা চালু করতে তাঁরা পণ্য পৌঁছনোর সংস্থা গো-জাভাস’এর সঙ্গে হাত মিলিয়েছেন। তাঁর দাবি, ‘‘ক্রেতারা অনেক ক্ষেত্রেই অভিযোগ করেন দাম দেওয়ার সময়ে খুচরো হাতে থাকে না তাঁদের। নগদ চোকাতেও সমস্যায় পড়েন অনেকে। ফলে পণ্য পৌঁছনোর ভারপ্রাপ্ত ব্যক্তিকেও বার বার দৌড়তে হয়। তাই এই ব্যবস্থা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement