Business News

রিলায়্যান্স রিটেলেও এবার শরিক সিলভার লেক, লগ্নি ১৮৭৫ কোটি

মার্কিন সংস্থাটি বুধবার এই ঘোষণা করেছে। গত তিন সপ্তাহে রিলায়্যান্সের রিটেল ব্যবসায় এই নিয়ে চতুর্থ বিদেশি বিনিয়োগ হল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ১৩:০৭
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

ডিজিটাল ব্যবসার পর এ বার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের খুচরা ব্যবসারও শরিক হল আমেরিকার বেসরকারি ইক্যুইটি স‌ংস্থা ‘সিলভার লেক কো-ইনভেস্টর্স’। রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্স-এ মার্কিন সংস্থাটির বিনিয়োগের পরিমাণ ভারতীয় মুদ্রায় ১ হাজার ৮৭৫ কোটি টাকা।

Advertisement

মার্কিন সংস্থাটি বুধবার এই ঘোষণা করেছে। গত তিন সপ্তাহে রিলায়্যান্সের খুচরা ব্যবসায় এই নিয়ে চতুর্থ বিদেশি বিনিয়োগ হল।

রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানী এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘ভারতীয় নাগরিকদের স্বার্থে দেশে খুচরা ব্যবসাকে ছড়িয়ে ও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের লড়াইয়ের মূল্যবান শরিক হল সিলভার লেক। এ ব্যাপারে গোটা বিশ্বে মার্কিন সংস্থাটি যে প্রযুক্তি বিনিয়‌োগ করছে এ বার আমরাও তার সুফল ভোগ করতে পারব। বিশ্বজুড়ে সিলভার লেকের যে নেটওয়ার্ক রয়েছে তা ভারতে খুচরা ব্যবসার বিপ্লবে কাজে লাগবে।’’

Advertisement

রিলায়্যান্সের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সিলভার লেকের পর আগামী দিনে তাদের খুচরা ব্যবসায় আরও বিদেশি বিনিয়োগকারী আসছে। তাদের অন্যতম একটি বেসরকারি ইক্যুইটি সংস্থা জেনারেল আটলান্টিক। এই সংস্থাটি রিলায়্যান্সের খুচরা ব্যবসায় ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৬৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে। রিলায়্যান্সের খুচরা ব্যবসার ০.৮৪ শতাংশ শেয়ার কিনবে।

ডিজিটাল ব্যবসার জন্য ২ হাজার কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পাওয়ার পর রিলায়্যান্সের লক্ষ্য এখন তাদের খুচরা ব্যবসায় যত বেশি সম্ভব বিদেশি বিনিয়োগকারী নিয়ে আসা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement