শেয়ার বাজারে উত্থান এয়ারটেল, আইটিসি-র। —প্রতীকী চিত্র।
বিশ্ব বাজারে বৃহস্পতিবারও পতনের ইঙ্গিত ছিল। সকাল থেকে সেই ভাবেই শুরু করেছিল সেনসেক্স, নিফটি। দুপুরে এক সময়ে ৩০০ পয়েন্ট নামে সেনসেক্সের সূচক। পাল্লা দিয়ে পতন ঘটছিল নিফটিরও। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে দুপুরের পর থেকে। দুপুর ২টো বেজে ৫ মিনিটে সেনসেক্সের সূচক ছিল ৬১,৫১৮.৬৭ পয়েন্ট। সেখান থেকেই উত্থান শুরু। দিনের শেষে ৯৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬১,৮৭২.৬২ পয়েন্টে থামল সেনসেক্স, ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৮,৩২১.১৫ পয়েন্টে থামল নিফটি।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দিনের শেষে লাভের মুখ দেখেছে মিড ক্যাপ, ব্যাঙ্ক নিফটি, স্মল ক্যাপ। তবে, সরকারি ব্যাঙ্কগুলির খারাপ ফলের প্রভাবে বৃহস্পতিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ‘নিফটি পিএসইউ ব্যাঙ্ক’।
এ দিন নিজস্ব ঢঙেই পারফর্ম করল আদানিরা। সকাল থেকে নিম্নমুখী ছিল আদানি এন্টারপ্রাইজ়ের শেয়ার। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ এই সংস্থার বাজারদর হয় ২,৪১১ টাকা। বেলা বাড়তেই ‘খেলা’ দেখাতে শুরু করে আদানি এন্টারপ্রাইজ়। দিনের শেষে থামল সংস্থার শেয়ারদর থামল ২,৫৪৮ টাকায়, যা বুধবারের থেকে ৭২ টাকা বেশি।
আদানিদের পাশাপাশি বৃহস্পতিবার শেয়ার বাজারে লাভের মুখ দেখেছে ভারতী এয়ারটেল, আইটিসি, কোটাক ব্যাঙ্ক। অন্য দিকে, এ দিন দর কমেছে উইপ্রো, টাটা মোটরস, সান ফার্মার।