Share Market

ট্রাম্পের সংক্রমণ, শুনেই নামল শেয়ার

বাজার বিশেষজ্ঞদের দাবি, আজ সূচক পড়ার বা তেলের দাম কমার আরও কারণ ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০৫:৩০
Share:

ছবি: রয়টার্স।

ভারতীয় সময় সকাল প্রায় দশটা। মার্কিন সময় রাত একটা। টুইটারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, করোনা পজ়িটিভ তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আর সেই খবর শোনামাত্র বিশ্বজুড়ে নামতে শুরু করল শেয়ার বাজার। শুক্রবার চিনের এবং গাঁধী জয়ন্তীর জন্য ভারতের বাজার বন্ধ ছিল। তবে এশিয়া, ইউরোপের অন্য প্রায় সব দেশে শেয়ার বেচতে শুরু করেন লগ্নিকারীরা। আগাম লেনদেনে ৪৪০ পয়েন্টের বেশি পতনের মুখ দেখল মার্কিন শেয়ার সূচক ডাও জোন্স। খোলার পরেও বজায় রইল সেই ধারা। ৩.৫ শতাংশের বেশি নেমে বিশ্ব বাজারে ৪০ ডলারের নীচে চলে গেল অশোধিত তেলের দর। উল্টো দিকে গত কয়েক দিন ধরে নাগাড়ে নামতে থাকা সোনা আচমকাই বাড়তি চাহিদার চাপে পড়ে ছাড়িয়ে গেল আউন্সে ১৯০০ ডলার। প্রভাব পড়ল ডলারের দামেও।

Advertisement

সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মুখে দাঁড়িয়ে ট্রাম্প কাবু হলেন বলেই কি বিশ্বজুড়ে এমন প্রতিক্রিয়া? বিশেষজ্ঞেরা বলছেন, আসলে এই ঘটনা করোনা নিয়ে আচমকা এক ধাক্কায় অনিশ্চয়তা অনেকখানি বাড়িয়েছে। এটা তারই তাৎক্ষনিক প্রকাশ। তার উপর নির্বাচনের আর মাত্র ৩২ দিন বাকি। ফলে তুঙ্গে প্রচার। এই পরিস্থিতিতে ট্রাম্প হোয়াইট হাউস থেকে বেরোতেই না-পারলে, প্রচার ধাক্কা খাবে। সম্প্রতি প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে এক মঞ্চে এসেছিলেন। ফলে ৭৭ বছরের জো-র প্রচারে যাওয়া নিয়েও দানা বেঁধেছিল আশঙ্কা। তবে তাঁর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কিন্তু আগামী দিনে কী অপেক্ষা করে রয়েছে, সে ভেবে লগ্নিকারীরা শঙ্কিত।

তবে বাজার বিশেষজ্ঞদের দাবি, আজ সূচক পড়ার বা তেলের দাম কমার আরও কারণ ছিল। যার মধ্যে একটি, বৃহস্পতিবার শিল্প ও করোনার কারণে কর্মহীনদের জন্য আর্থিক ত্রাণ প্রকল্প আনা নিয়ে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পলোসি এবং অর্থসচিব স্টিভেন মনুচিনের আলোচনা ব্যর্থ হওয়া। এর ফলে অর্থনীতি ঘুরে দাঁড়ানো ঘিরেও আশঙ্কা বাড়ছে।

Advertisement

আরও পড়ুন: করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া, টুইট মার্কিন প্রেসিডেন্টের

আরও পড়ুন: ডেবিট ও ক্রেডিট কার্ডের পরিষেবা ঠিক করবেন গ্রাহকই, চালু নয়া নিয়ম

সেই সঙ্গে শুক্রবারই জানা গিয়েছে কিছুটা কমলেও অগস্টে মার্কিন মুলুকে বেকারত্ব দাঁড়িয়েছে প্রায় ৮%। সেপ্টেম্বরে ৬.৬১ লক্ষ চাকরি তৈরি হলেও, তা যথেষ্ট নয়। ফলে যে প্রেসিডেন্ট করোনা ভুলে অর্থনীতিকে খুলে দেওয়ার পক্ষে বারবার সওয়াল করেছেন, প্রশ্ন উঠছে তিনিই সংক্রমিত হওয়ায় সেই প্রক্রিয়া ধাক্কা খাবে কি না। এ সবেরই জের পড়েছে সূচকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement