শেয়ার বাজারে উত্থান সান ফার্মা-র। প্রতিনিধিত্বমূলক ছবি।
ছুটছে শেয়ার বাজার। শুক্রবার থেকে টানা তিন দিন সবুজের ঘরে শেষ করল শেয়ার বাজারের সূচক। মঙ্গলবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক, দুপুরে ক্ষতির মুখে পড়লেও দ্রুত তা সামলে নেয়। এ দিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ৬৫,৮৩১.৭০ পয়েন্ট, সর্বনিম্ন ৬৫,৬০১.৪৭ পয়েন্ট। দিনের শেষে সোমবারের তুলনায় ১৫২.১২ পয়েন্ট উঠে সেনসেক্স থামল ৬৫,৭৮০.২৬ পয়েন্টে। ৪৬.১০ পয়েন্ট উঠে নিফটি থামল ১৯,৫৭৪.৯০ পয়েন্টে।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সপ্তাহের দ্বিতীয় দিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) প্রায় সব সেক্টরই লাভের মুখ দেখেছে। বিএসইতে সর্বোচ্চ লাভের মুখ দেখেছে হেল্থকেয়ার, মিডক্যাপ সিলেক্ট, মিডক্যাপ ১৫০। শীর্ষে থাকা হেল্থকেয়ার সেক্টরের লাভের পরিমাণ ১.২৯ শতাংশ। এনএসইতে এই তালিকায় রয়েছে মিডিয়া, মিডক্যাপ ১৫০ কোয়ালিটি ৫০, মিডক্যাপ ১৫০। বিএসইতে সামান্য ক্ষতির মুখে পড়েছে টেলিকম, ইউটিলিটি, ফিন্যান্স এবং ব্যাঙ্কেক্স।
সংস্থাগুলির তালিকায় মঙ্গলবার সেনসেক্সে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে সান ফার্মা, টাইটান, আইটিসি, বজাজ ফিন্যান্স, নেসলে ইন্ডিয়া। এর মধ্যে সান ফার্মার লাভের পরিমাণ ২.০৯ শতাংশ। নিফটিতে সর্বোচ্চ লাভের তালিকায় রয়েছে অ্যাপোলো হসপিটালস, কোল ইন্ডিয়া, সান ফার্মা। এর মধ্যে প্রথম দু’টি সংস্থার লাভের পরিমাণ তিন শতাংশের বেশি। অন্য দিকে সেনসেক্সে ক্ষতির তালিকায় সবার উপরে রয়েছে আলট্রাটেক সিমেন্ট, মারুতি সুজ়ুকি, এইচডিএফসি ব্যাঙ্ক, এনটিপিসি, উইপ্রো। শীর্ষে থাকা আলট্রাটেক সিমেন্টের লাভের পরিমাণ এক শতাংশের বেশি।