শেয়ার মার্কেটে উত্থান রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় , আইটিসি-র। —প্রতিনিধিত্বমূলক ছবি।
শেয়ার মার্কেটের অশ্বমেধ ঘোড়া ছুটছেই। শুক্রবার যেখানে শেষ করেছিল শেয়ার মার্কেট, সেখান থেকেই শুরু করল সোমে। সকাল সাড়ে ১০টার পরে কিছুটা পতনের মুখে পড়লেও দিনের শেষে ৪৮৬.৪৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স থামল ৬৫,২০৫.০৫ পয়েন্টে। এ দিন বড় অঙ্কের লাভ করেছে নিফটিও। ১৩৩.৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে নিফটি ৫০ থামল ১৯,৩২২.৫৫ পয়েন্টে।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: সনৎ সিংহ।
বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সপ্তাহের প্রথম দিন সেক্টরগুলির মধ্যে লাভের তালিকায় ২.২৮ শতাংশ লাভ করে সবার উপরে অয়েল অ্যান্ড গ্যাস। ২ শতাংশের বেশি লাভ করে দ্বিতীয় স্থানে এনার্জি। এর পরে রয়েছে মেটাল, এফএমসিজি, ফিন্যান্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) লাভের তালিকায় সবার উপরে সরকারি ব্যাঙ্ক। ৩.৬১ শতাংশ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই সেক্টরের। এনএসইতে এর পরে রয়েছে স্মল ক্যাপ ১০০, মেটাল, এফএমসিজি। এই তিন সেক্টরের লাভের পরিমাণ ১ শতাংশেরও বেশি।
সংস্থাগুলির তালিকায় সেনসেক্সে সর্বাধিক লাভের তালিকায় উপরের দিকে রয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, আইটিসি, বজাজ ফিন্যান্স, স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি। এর মধ্যে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের লাভের পরিমাণ ২.৫৩ শতাংশ, আইটিসির ২.৫০ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে গ্র্যাসিম ইন্ডাস্ট্রিজ়, ভারত পেট্রোলিয়াম, আইটিসি, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, বজাজ ফিন্যান্স। গ্র্যাসিম ইন্ডাস্ট্রিজ়ের বাজারদর বৃদ্ধি পেয়েছে ৩.৪০ শতাংশ। অন্য দিকে, সেনসেক্সে লালের ঘরে সবার উপরে শেষ করেছে পাওয়ার গ্রিড, সান ফার্মা, বজাজ অটো, সিপলা।