—প্রতীকী চিত্র।
ছন্দ বজায় রাখল শেয়ার বাজার। শুক্রবার যেখানে শেষ করেছিল, সোমবার সেখান থেকেই শুরু। সকাল সাড়ে ১০টার পর সূচক কিছুটা নামলেও দিনের শেষে শুক্রবারের তুলনায় ২৩২.২৩ পয়েন্ট উঠে সেনসেক্স শেষ করল ৬৫,৯৫৩.৪৮ পয়েন্টে, ৮০.৩০ পয়েন্ট উঠে ১৯,৫৯৭.৩০ পয়েন্টে শেষ করল নিফটি।
সেক্টরগুলির তালিকায় সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) অধিকাংশ সেক্টরই লাভের মুখ দেখেছে। বিএসইতে সর্বাধিক লাভ করেছে হেলথকেয়ার, টেলিকম এবং আইটি সেক্টর। এর মধ্যে শীর্ষে থাকা হেলথকেয়ার সেক্টরের লাভের পরিমাণ ১.৬১ শতাংশ। অন্য দু’টি সেক্টরের লাভের পরিমাণ এক শতাংশের বেশি। এনএসইতে এই তালিকায় রয়েছে ফার্মা, আইটি এবং ইন্ডিয়া ডিজিটাল। অন্য দিকে, বিএসইতে ক্ষতির মুখে পড়েছে ইউটিলিটি, পাওয়ার, স্মলক্যাপ সিলেক্ট।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সংস্থাগুলির মধ্যে সপ্তাহের প্রথম দিনে সেনসেক্সে বাজিমাত করেছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ৪.২৩ শতাংশ বাজারদর বৃদ্ধি পেয়েছে এই সংস্থার। লাভের তালিকায় এর পরে রয়েছে সান ফার্মা, বজাজ ফিনসার্ভ, টিসিএস, ইনফোসিস। এই চার সংস্থারই প্রতিটি শেয়ার দাম এক শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। নিফটি ৫০-এ লাভের তালিকায় সবার উপরে ডিভিস ল্যাব। এ দিন তাদের লাভের পরিমাণ ৪.৪১ শতাংশ। অন্য দিকে, সেনসেক্স সোমবারও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে স্টেট ব্যাঙ্ক। সেনসেক্সে এই সংস্থার বাজারদর কমেছে ০.৯৪ শতাংশ। সেনসেক্সে ক্ষতির তালিকায় স্টেট ব্যাঙ্কের পরে রয়েছে টাটা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক।