শেয়ার বাজার। প্রতিনিধিত্বমূলক ছবি।
শেয়ার বাজারে পরিস্থিতির কিছুটা উন্নতি হল। চার দিন টানা পতনের পর সোমবার কোনও রকমে সবুজের ঘরে থামল সূচক। এ দিন সকাল থেকেই টালমাটাল ছিল শেয়ার বাজার। দিনের শেষে শুক্রবারের তুলনায় ১৪.৫৪ পয়েন্ট উঠে ৬৬,০২৩.৬৯ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে ০.৩০ পয়েন্ট উঠে ১৯,৬৭৪.৫৫ পয়েন্টে থামল নিফটি।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে টেক, আইটি, ক্যাপিটাল গুড্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে আইটি, মিডিয়া, ইন্ডিয়া ডিজিটাল। অন্য দিকে, বিএসইতে এ দিন লাভের মুখ দেখেছে রিয়্যালটি, মিডক্যাপ সিলেক্ট, ফিন্যান্স। শীর্ষে থাকা রিয়্যালটি সেক্টেরের লাভের পরিমাণ ১.৫৬ শতাংশ। এনএসইতে লাভের তালিকায় রয়েছে রিয়্যালটি, মিডক্যাপ সিলেক্ট, মিডক্যাপ ৫০।
সংস্থাগুলির তালিকায় সপ্তাহের প্রথম দিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে বজাজ ফিন্যান্স, বজাজ ফিনসার্ভ, কোটাক ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, আলট্রাটেক সিমেন্ট। নিফটিতে এই তালিকায় রয়েছে বজাজ ফিন্যান্স, টিসিএস। সেনসেক্স এবং নিফটিতে বজাজ ফিন্যান্সের লাভের পরিমাণ যথাক্রমে ৪.৪৫ এবং ৪.৬৬ শতাংশ। সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইনফোসিস, ক্ষতির পরিমাণ যথাক্রমে ১.৪০ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির তালিকায় ইনফোসিসের পরে রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, উইপ্রো, টিসিএস, সান ফার্মা।