—প্রতীকী চিত্র।
বুধবার শেষবেলায় মুখরক্ষা হয়েছিল, বৃহস্পতিবার তেমন কিছু হল না। এ দিন সকাল থেকেই ক্ষতির মুখে পড়ে সেনসেক্স, নিফটি। রিজ়ার্ভ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখার ফলে ক্ষতি কিছুটা সামাল দেয় শেয়ার বাজার। দিনের শেষে মঙ্গলবারের তুলনায় ৩০৭.৬৩ পয়েন্ট নেমে সেনসেক্স শেষ করল ৬৫৬৮৮.১৮ পয়েন্টে, ৮৯.৪৫ পয়েন্ট কমে ১৯,৫৪৩.১০ পয়েন্টে থামল নিফটি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) অধিকাংশ সেক্টরই ক্ষতির মুখে পড়েছে। বিএসইতে লাভের মুখ দেখেছে ইউটিলিটি, মিডক্যাপ সিলেক্ট, মেটাল। এর মধ্যে ইউটিলিটি সেক্টরের লাভের পরিমাণ ০.৫০ শতাংশ। এনএসইতে এই তালিকায় রয়েছে মিডিয়া, মেটাল, মিডক্যাপ ৫০। অন্য দিকে, বিএসইতে ক্ষতির মুখে পড়েছে টেলিকম, এফএমসিজি, ব্যাঙ্কেক্স।
সংস্থাগুলির মধ্যে বুধবার সেনসেক্সে বাজিমাত করেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, জেএসডব্লিউ স্টিল, টাইটান। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের লাভের পরিমাণ ১.৫৯ শতাংশ। নিফটি ৫০-তে লাভের তালিকায় শীর্ষে আদানি এন্টারপ্রাইজ়। এ দিন তাদের বাজারদর বৃদ্ধি পেয়েছে ১.৮১ শতাংশ। অন্য দিকে, সেনসেক্স মঙ্গলবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এশিয়ান পেন্টস, কোটাক ব্যাঙ্ক, আইটিসি।