শেয়ার বাজারে পতন। প্রতিনিধিত্বমূলক ছবি।
লক্ষ্মীবারে বিরাট পতনের সাক্ষী থাকল শেয়ার বাজার। দিনের শুরুটা এ দিন বেশ ভাল হয়েছিল। সকাল ১০টার আগেই প্রায় ৫০০ পয়েন্টে এগিয়ে যায় সেনসেক্স। তার পরেই পতনের শুরু। সময় যত গড়িয়েছে এই পতন আরও দ্রুত হয়েছে। সেনসেক্সে বৃহস্পতিবারের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৯১৩.৩০ পয়েন্ট, সর্বনিম্ন ৬৫,১৮১.৯৪ পয়েন্ট। দিনের শেষে বুধবারের তুলনায় ১৮০.৯৬ পয়েন্ট নেমে সেনসেক্স থামল ৬৫,২৫২.৩৪ পয়েন্টে, ৫৭.৩০ পয়েন্ট কমে নিফটি শেষ করল ১৯,৩৮৬.৪০ পয়েন্টে।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সংস্থাগুলির মধ্যে সেনসেক্সে সর্বাধিক লাভের তালিকায় রয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, ইনফোসিস। শীর্ষে থাকা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের বাজারদর বেড়েছে ১.৭২ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে ভারত পেট্রোলিয়াম, এশিয়ান পেন্টস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। সেনসেক্স এবং নিফটিতে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জিও ফিন্যান্সিয়াল সার্ভিসেস। দুই সেক্টরেই তাদের বাজারদর কমেছে ৪.৯৯ শতাংশ করে। সেনসেক্সে ক্ষতির তালিকায় এর পরে রয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, পাওয়ার গ্রিড।
সংস্থাগুলির মধ্যে সেনসেক্সে সর্বাধিক লাভের তালিকায় রয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, ইনফোসিস। শীর্ষে থাকা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের বাজারদর বেড়েছে ১.৭২ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে ভারত পেট্রোলিয়াম, এশিয়ান পেন্টস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। সেনসেক্স এবং নিফটিতে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জিও ফিন্যান্সিয়াল সার্ভিসেস। দুই সেক্টরেই তাদের বাজারদর কমেছে যথাক্রমে ৪.৯৯ শতাংশ। সেনসেক্সে ক্ষতির তালিকায় এর পরে রয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, পাওয়ার গ্রিড।