Share market today

সেনসেক্স ৬৫ হাজারের গণ্ডি টপকালেও স্থবির শেয়ার বাজার, সামান্য উত্থান নিফটির

সোমবারের তুলনায় ৭৯.২২ পয়েন্ট উঠে সেনসেক্স থামল ৬৫,০৭৫.৮২ পয়েন্টে, ৩৬.৬০ পয়েন্ট বেড়ে নিফটি শেষ করল ১৯,৩৪২.৬৫ পয়েন্টে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১৬:৩৮
Share:

শেয়ার বাজারে উত্থান জিও ফিন-এর। প্রতিনিধিত্বমূলক ছবি।

সপ্তাহের প্রথম দিন কোনও রকমে মুখরক্ষা হয়েছিল, মঙ্গলবার কোনও মতে ৬৫ হাজারের গণ্ডি টপকাল সেনসেক্স। দিনভর খুব একটা উত্থান-পতন হয়নি সেনসেক্স এবং নিফটিতে। সেনসেক্সে এ দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,২২৯.০৩ পয়েন্ট, সর্বনিম্ন ৬৪,৯৫৬.৬৭ পয়েন্ট। সোমবারের তুলনায় ৭৯.২২ পয়েন্ট উঠে সেনসেক্স থামল ৬৫,০৭৫.৮২ পয়েন্টে, ৩৬.৬০ পয়েন্ট বেড়ে নিফটি শেষ করল ১৯,৩৪২.৬৫ পয়েন্টে।

Advertisement

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সেক্টরগুলির তালিকায় বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) অধিকাংশ সেক্টরই লাভের মুখ দেখেছে। বিএসই সবচেয়ে বেশি লাভ করেছে বেসিক মেটেরিয়াল্‌স, রিয়্যালটি, ইউটিলিটি। শীর্ষে থাকা বেসিক মেটেরিয়াল্‌সের লাভের পরিমাণ ১.৭৩ শতাংশ। এনএসইতে এই তালিকায় রয়েছে রিয়্যালটি, মেটাল, মাইক্রোক্যাপ ২৫০। বিএসইতে মঙ্গলবার ক্ষতির মুখোমুখি হয়েছে টেলিকম, এফএমসিজি, হেল্‌থকেয়ার এবং ব্যাঙ্কেক্স। এনএসইতে সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে সরকারি ব্যাঙ্ক, সম্পদের পরিমাণ কমেছে ০.৪৯ শতাংশ।

সংস্থাগুলির মধ্যে সেনসেক্সে সর্বাধিক লাভের তালিকায় রয়েছে জিও ফিন, টাটা স্টিল, টেক মহিন্দ্রা। শীর্ষে থাকা জিও ফিনের বাজারদর বেড়েছে ৪.৭২ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে জিও ফিন, হিন্দালকো, ইউপিএল। সেনসেক্সে মঙ্গলবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ভারতী এয়ারটেল, তাদের বাজারদর কমেছে ১.৭৫ শতাংশ। সেনসেক্সে ক্ষতির তালিকায় এর পরে রয়েছে ইউনিলিভার, অ্যাক্সিস ব্যাঙ্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement