শেয়ার বাজারে উত্থান জিও ফিন-এর। প্রতিনিধিত্বমূলক ছবি।
ঘুরে দাড়াল শেয়ার বাজার। শুক্রবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স, ইঙ্গিত ছিল ঘুরে দাঁড়ানোর। দুপুর ১২টার পরে সেই উত্থান তীব্রতর হয়। দিনের শেষে ৫৫৫.৭৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৫,৩৮৭.১৬ পয়েন্টে দৌড় শেষ করল সেনসেক্স। নিফটি ১৮১.৫০ পয়েন্ট বেড়ে ১৯,২৫৩.৮০ পয়ন্টে থামল।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিভিন্ন সেক্টরের মধ্যে শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) লাভের তালিকায় সবার উপরে রয়েছে মেটাল, অটো, সরকারি ব্যাঙ্ক। এর মধ্যে মেটালের লাভের পরিমাণ ২.৮৮ শতাংশ। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সর্বোচ্চ লাভ করেছে মেটাল, ইউটিলিটি, পাওয়ার, টেলিকম। এর মধ্যে প্রথম দুই সেক্টরে লাভের পরিমাণ তিন শতাংশের বেশি। বিএসই এবং এনএসইতে ক্ষতির মুখে পড়েছে হেল্থকেয়ার এবং ফার্মা।
সংস্থাগুলির মধ্যে নিফটি ৫০-এ সবচেয়ে বেশি লাভ করেছে জিয়ো ফিন, লাভের পরিমাণ ৪.৯৯ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক লাভের তালিকায় রয়েছে এনটিপিসি, জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল, মারুতি সুজ়ুকি, পাওয়ার গ্রিড। শীর্ষে থাকা এনটিপিসির লাভের পরিমাণ ৪.৮৪ শতাংশ। অন্য দিকে, সেনসেক্সে ক্ষতির তালিকায় রয়েছে আলট্রাটেক সিমেন্ট, সান ফার্মা, নেসলে ইন্ডিয়া, এলটি। নিফটি ৫০-এ ক্ষতির তালিকায় শীর্ষে সিপলা, ক্ষতির পরিমাণ ০.৯৭ শতাংশ।