শেয়ার বাজারে উত্থান পাওয়ার গ্রিড-এর। প্রতিনিধিত্বমূলক ছবি।
টানা সপ্তম দিন অপরাজেয় শেয়ার বাজার। সপ্তাহের প্রথম দিন ৫২৮.১৭ পয়েন্ট লাভ করে ৬৭,১২৭.০৮ পয়েন্টে শেষ করল সেনসেক্স। শুরুতে শুক্রবার যেখানে শেষ করেছিল তার থেকে বেশ কিছুটা এগিয়ে ছিল সূচক। সময় যত গড়িয়েছে তত বেড়েছে সেনসেক্স এবং নিফটি। এক লাফে ১৭৬.৪০ পয়েন্ট এগিয়ে ২০ হাজারের দোরগোড়ায় কড়া নাড়ছে নিফটি। দিনের শেষে নিফটি থামল ১৯৯৯৬.৩৫ পয়েন্টে।
সেক্টরগুলির তালিকায় সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সব সেক্টরই লাভের মুখ দেখেছে। শীর্ষে থাকা ইডটিলিটির লাভের পরিমাণ ২.৪৩ শতাংশ। বিএসইতে ইউটিলিটির পরে রয়েছে টেলিকম, পাওয়ার, অটো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, মেটাল, অটো। নিফটিতে সরকারি ব্যাঙ্কের লাভের পরিমাণ ৩.১৩ শতাংশ।
সংস্থাগুলির তালিকায় সপ্তাহের প্রথম দিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে পাওয়ার গ্রিড, অ্যাক্সিস ব্যাঙ্ক, মারুতি সুজ়ুকি, এইচসিএলটেক, স্টেট ব্যাঙ্ক। এর মধ্যে পাওয়ার গ্রিডের লাভের পরিমাণ ২.১৮ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে আদানি পোর্ট, আদানি এন্টারপ্রাইজ়, পাওয়ার গ্রিড, অ্যাপোলো হসপিটালস। শীর্ষে থাকা আদানি পোর্টের লাভের পরিমাণ ৬.৯৬ শতাংশ। অন্য দিকে, এ দিন নিফটিতে সর্বাধিক ক্ষতির তালিকায় রয়েছে কোল ইন্ডিয়া, ওএনজিসি, বজাজ ফিন্যান্স, এলটি। সেনসেক্সে এই ক্ষতির তালিকায় রয়েছে কেবল এলটি এবং বজাজ ফিন্যান্স।