শেয়ার বাজারে উত্থান অব্যাহত। প্রতিনিধিত্বমূলক ছবি।
শেয়ার মার্কেটের দৌড় চলছেই, শুক্রবার নিয়ে টানা ছয় দিন উঠল শেয়ার বাজারের সূচক। এ দিন সকাল থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক, দিনের শেষে বৃহস্পতিবারের তুলনায় ৩৩৩.৩৪ পয়েন্ট উঠে সেনসেক্স থামল ৬৬,৫৯৮.৯১ পয়েন্টে। পাশাপাশি, ছন্দে ছিল নিফটিও, ৯২.৯০ পয়েন্ট উঠে নিফটি শেষ করল ১৯,৮১৯.৯৫ পয়েন্টে।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় সপ্তাহের শেষ দিন বিএসই এবং এনএসইতে অধিকাংশ সেক্টরই লাভের মুখ দেখেছে। বিএসইতে এ দিন সর্বাধিক লাভের মুখ দেখেছে রিয়্যালটি, ক্যাপিটাল গুড্স, পাওয়ার। শীর্ষে থাকা রিয়্যালটি সেক্টরের লাভের পরিমাণ ২.১৩ শতাংশ। নিফটিতে লাভের তালিকায় রয়েছে রিয়্যালটি, মিডক্যাপ ৫০, মিডক্যাপ ১০০। বিএসইতে সামান্য ক্ষতির মুখ দেখেছে হেল্থকেয়ার, এফএমসিজি, বেসিক মেটেরিয়ালস, আইটি। নিফটিতে ক্ষতির তালিকায় সবার উপরে মিডিয়া, ক্ষতির পরিমাণ ০.৯৭ শতাংশ।
সংস্থাগুলির মধ্যে শুক্রবারে সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে এনটিপিসি, টাটা মোটরস, এলটি, বজাজ ফিনসার্ভ, ভারতী এয়ারটেল। এর মধ্যে এনটিপিসি এবং টাটা মোটরসের লাভের পরিমাণ ২ শতাংশের বেশি। নিফটিতে ২.৯৬ শতাংশ লাভ করে তালিকায় শীর্ষে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার পরে রয়েছে এনটিপিসি, ভারত পেট্রলিয়াম। সেনসেক্সে লাল তালিকায় সবার উপরে রয়েছে আলট্রাটেক সিমেন্ট, আইটিসি, উইপ্রো, টেক মহিন্দ্রা, টাটা স্টিল। সব সংস্থারই বাজারদর কমেছে এক শতাংশের কম। নিফটিতে ক্ষতির তালিকায় শীর্ষে ইচার মোটরস।