শেয়ার বাজারে উত্থান ভারতী এয়ারটেলের। প্রতিনিধিত্বমূলক ছবি।
ছুটছে শেয়ার বাজার। বুধবার সকাল থেকেই নিম্নমুখী ছিল শেয়ার বাজারের সূচক, আশঙ্কা ছিল তিন দিনের দৌড় হয়তো থামবে বুধবার। কিন্তু শেষ ৩০ মিনিটে ঝোড়ো ব্যাটিংয়ে টানা চার দিন লাভের মুখ দেখল শেয়ার বাজার। দিনের শেষে মঙ্গলবারের তুলনায় ১০০.২৭ পয়েন্ট উঠে শেয়ার বাজার থামল ৬৫,৮৮০.৫২ পয়েন্টে। পাশাপাশি, ৩৬.১৫ পয়েন্ট নেমে নিফটি থামল ১৯,৬১১.০৫ পয়েন্টে।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে টেলিকম, এফএমসিজি, কনজ়িউমার ডিউরেবল্স। এর মধ্যে টেলিকম এবং এফএমসিজি সেক্টরের লাভের পরিমাণ এক শতাংশের বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে এফএমসিজি, ফার্মা, ইন্ডিয়া ডিজিটাল। বিএসইতে ক্ষতির তালিকায় উপরের দিকে রয়েছে রিয়্যালটি, মেটাল, ব্যাঙ্কেক্স। এনএসইতে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে সরকারি ব্যাঙ্ক, রিয়্যালটি, মেটাল।
সংস্থাগুলির তালিকায় বুধবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাঙ্ক, টাইটান, আলট্রাটেক সিমেন্ট, আইটিসি। সব সংস্থারই লাভের পরিমাণ ১ শতাংশের বেশি। নিফটিতে এই তালিকায় রয়েছে টিসিএস, ডিভিস ল্যাব, ভারতী এয়ারটেল, সিপলা, এইচডিএফসি ব্যাঙ্ক। শীর্ষে থাকা টিসিএসের লাভের পরিমাণ ৩.৮৫ শতাংশ। অন্য দিকে, বুধবার সেনসেক্সে সর্বাধিক ক্ষতির তালিকায় রয়েছে টাটা স্টিল, অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। পাঁচটি সংস্থারই ক্ষতির পরিমাণ এক শতাংশের বেশি। নিফটিতে ক্ষতির তালিকায় শীর্ষে অ্যাক্সিস ব্যাঙ্ক।