শেয়ার মার্কেটে ধাক্কা, পড়ল নিফটি, সেনসেক্স —প্রতীকী চিত্র।
সপ্তাহের প্রথম দিনেই ক্ষতির মুখে পড়ল শেয়ার বাজার। ২১৬.২৮ পয়েন্ট হারিয়ে সেনসেক্স থামল ৬৩,১৬৮.৩০ পয়েন্টে। ৭০.৫৫ পয়েন্ট হারিয়ে নিফটি থামল ১৮,৭৫৫.৪৫ পয়েন্টে। সোমবার সকাল থেকেই নিম্নমুখী ছিল শেয়ার বাজারের সূচক। বেলা যত গড়িয়েছে ক্ষতির পরিমাণও তত বৃদ্ধি পেয়েছে। সেনসেক্সে দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৩,৫৭৪.৭৯ পয়েন্ট, সর্বনিম্ন ছিল ৬৩,০৪৭.৮৩ পয়েন্ট।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সোমবার সেক্টরগুলির মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-তে লাভের মুখ দেখেছে সরকারি ব্যাঙ্ক, মাইক্রোক্যাপ ২৫০, আইটি, স্মলক্যাপ ২৫০। এর মধ্যে সরকারি ব্যাঙ্ক সর্বোচ্চ ০.৯৬ শতাংশ লাভ করেছে, লাভের বিচারে মাত্র ০.৩৪ শতাংশ লাভ করে দ্বিতীয় স্থানে মাইক্রোক্যাপ ২৫০। বিএসইতে সর্বোচ্চ লাভের তালিকায় রয়েছে আইটি, স্মলক্যাপ ২৫০, স্মলক্যাপ, হেল্থকেয়ার, মেটাল। প্রসঙ্গত সেক্টরগুলির মধ্যে সর্বোচ্চ লাভ করলেও বিএসইতে মাত্র ০.৩৬ শতাংশ লাভবান হয়েছে আইটি। বিএসইতে সর্বাধিক ক্ষতির তালিকায় শেষ করেছে টেলিকম, পাওয়ার, ইউটিলিটি, রিয়্যালটি, ব্যাঙ্কেক্স। এর মধ্যে টেলিকম সেক্টর ১.৩৪ শতাংশ ক্ষতির মুখে পড়েছে। এনএসইতে যেখানে সরকারি ব্যাঙ্ক সর্বোচ্চ লাভ করেছে, সেখানে বেসরকারি ব্যাঙ্কের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
সংস্থাগুলির মধ্যে সপ্তাহের প্রথম দিন লাভের অঙ্ক উপরের দিকে শেষ করেছে বজাজ ফিন্যান্স, বজাজ ফিনসার্ভ, টেক মহিন্দ্রা, টিসিএস, সান ফার্মা। এর মধ্যে ২ শতাংশের বেশি লাভ করেছে বজাজের দুই সংস্থা। টেক মহিন্দ্রা, টিসিএস, সান ফার্মার লাভের পরিমাণ ১ শতাংশের বেশি। নিফটি ৫০-তে এই তালিকায় ছিল এইচডিএফসি লাইফ, বজাজ ফিন্যান্স, বজাজ ফিনসার্ভ, টেক মহিন্দ্রা, টিসিএস। সোমবার নিফটিতে সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে আদানি এন্টারপ্রাইজ়, তাদের শেয়ারপ্রতি বাজারদর কমেছে ৪.৩১ শতাংশ। অন্যান্য সংস্থার মধ্যে রয়েছে কোটাক ব্যাঙ্ক, হিরো মোটোকর্প, অ্যাক্সিস ব্যাঙ্ক। সেনসেক্সে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে কোটাক ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড। কোটাক ব্যাঙ্কর প্রতিটি শেয়ারের দাম কমেছে ১.৫৪ শতাংশ।