Meerut Murder Case

উত্তরপ্রদেশে একই বাড়িতে উদ্ধার দম্পতি এবং তিন শিশুকন্যার দেহ! খুনের ঘটনা মনে করছে পুলিশ!

পুলিশের প্রাথমিক অনুমান, পাঁচ জনকেই নৃশংস ভাবে খুন করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৬:২৫
Share:

মেরঠে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু। তদন্তে পুলিশ। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের মেরঠে একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ জনের দেহ। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি এবং তাঁদেরই তিন শিশুসন্তান। প্রতিটি দেহের মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, পাঁচ জনকেই নৃশংস ভাবে খুন করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

মেরঠের লিসারি গেট এলাকায় একটি দোতলা বাড়িতে থাকত ওই পরিবার। স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরে ওই পাঁচ জনের দেখা মিলছিল না। ফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই পরিস্থিতিতে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ বাড়িতে এসে দেখে দরজা বাইরে থেকে বন্ধ। তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ভিতরে গিয়ে দেখা যায় বাড়ির নানা জিনিস লন্ডভন্ড করা হয়েছে। বাড়ির দুই প্রান্তে পড়ে রয়েছে এক প্রৌঢ় এবং এক প্রৌঢ়ার দেহ। আর খাটের তলা থেকে উদ্ধার হয় তিন শিশুকন্যার দেহ। তিন শিশুরই বয়স ১০-এর নীচে বলে জানা গিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে মেরঠ পুলিশের এক আধিকারিক জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর মনে হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে কেউ বা কারা খুন করেছে। সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।” মৃত্যুর কারণ অনুসন্ধানে ওই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দলও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement