—প্রতীকী চিত্র।
টানা ১১ দিন অপরাজেয় সেনসেক্স। সপ্তাহের শেষ দিন সকাল থেকেই ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজারের সূচক। দুপুর ৩টে নাগাদ ৬৭ হাজার ৯০০ পয়েন্টের গণ্ডি পেরোয় সেনসেক্স। দিনের শেষে কিছুটা নেমেও নজিরের সাক্ষী থাকল শেয়ার বাজার। দিনের শেষে ৮৯.২৫ পয়েন্ট উঠে ২০,১৯২.৩৫ পয়েন্টে থামল নিফটি। ৩১৯.৬৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৭৮৩৮.৬৩ পয়েন্টে শেষ করল সেনসেক্স।
সেক্টরগুলির তালিকায় শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে টেলিকম, অটো, টেক। বিএসইতে শীর্ষে থাকা টেলিকম সেক্টরের লাভের পরিমাণ ১.৬৭ শতাংশ। বিএসইতে রিয়্যালটির পরে রয়েছে অটো এবং টেক। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে অটো, ইন্ডিয়া ডিজিটাল, আইটি। বিএসইতে এ দিন ক্ষতির মুখে পড়েছে অয়েল অ্যান্ড গ্যাস, ভারত ২২, রিয়্যালটি। অয়েল অ্যান্ড গ্যাসের ক্ষতির পরিমাণ ১ শতাংশের বেশি।
গ্রাফিক: সনৎ সিংহ।
সংস্থাগুলির তালিকায় লক্ষ্মীবারে সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে ভারতী এয়ারটেল, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এইচসিএল টেক, টাটা মোটরস, টেক মহিন্দ্রা। এর মধ্যে সেনসেক্সে ভারতী এয়ারটেলের লাভের পরিমাণ ২.৩৭ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে বজাজ অটো, ভারতী এয়ারটেল, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। শীর্ষে থাকা বজাজ অটোর লাভের পরিমাণ ৫.৯ শতাংশ। অন্য দিকে, সেনসেক্সে সর্বাধিক ক্ষতির তালিকায় রয়েছে এশিয়ান পেন্টস, ইউনিলিভার, বজাজ ফিনসার্ভ, এনটিপিসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।