Share Market Today

ছ’দিন পতনের পর কিছুটা ছন্দে শেয়ার বাজার, ৬৩৪ পয়েন্ট উঠল সেনসেক্স, ১৯০ পয়েন্ট উত্থান নিফটির

১৮ অক্টোবর থেকে ছ’দিনে ৩২৭৯.৯৪ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক, পাল্লা দিয়ে বড় ক্ষতির মুখে পড়েছিল নিফটিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৬:৪৫
Share:

শেয়ার বাজারে উত্থান। প্রতিনিধিত্বমূলক ছবি।

শেয়ার বাজারের দুর্দিন কিছুটা কাটল। ১৮ অক্টোবর থেকে ছ’দিনে ৩২৭৯.৯৪ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক, পাল্লা দিয়ে বড় ক্ষতির মুখে পড়েছিল নিফটিও। সপ্তাহের শেষ দিন ছন্দে ফিরল শেয়ার বাজার। এ দিন সকাল থেকেই ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজারের সূচক। দিনের শেষে বৃহস্পতিবারের তুলনায় ৬৩৪.৬৫ পয়েন্ট উঠে ৬৩,৭৮২.৮০ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ১৯০.৯০ পয়েন্ট বেড়ে ১৯০৪৭.২৫ পয়েন্টে থামল নিফটি।

Advertisement

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সেক্টরগুলির তালিকায় শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সব সেক্টরই লাভের ঘরে শেষ করেছে। বিএসইতে সবচেয়ে বেশি লাভ করেছে ইউটিলিটি, মিডক্যাপ সিলেক্ট, পাওয়ার। এনএসইতে এ দিন লাভের তালিকায় সবার উপরে সরকারি ব্যাঙ্ক, মিডিয়া, মাইক্রোক্যাপ ২৫০। এর মধ্যে সরকারি ব্যাঙ্ক লাভের পরিমাণ ৪.১১ শতাংশ।

সংস্থাগুলির তালিকায় সপ্তাহের শেষ দিন সেনসেক্সে লাভ করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচসিএল টেক, স্টেট ব্যাঙ্ক, টাটা মোটরস, এটিপিসি। নিফটিতে এই তালিকায় রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচসিএল টেক, কোল ইন্ডিয়া, আদানি এন্টারপ্রাইজ়, স্টেট ব্যাঙ্ক। সেনসেক্সে ক্ষতির মুখে পড়েছে এশিয়ান পেন্টস, আলট্রাটেক সিমেন্ট, আইটিসি। সেনসেক্স এবং নিফটিতে লাভের তালিকায় শীর্ষে থাকা অ্যাক্সিস ব্যাঙ্কের লাভের পরিমাণ যথাক্রমে ৩.০৭ এবং ৩.১৬ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement