শেয়ার বাজারে পতন। প্রতিনিধিত্বমূলক ছবি।
সপ্তাহের তৃতীয় দিন ভাল শুরু করেও বড় ক্ষতির মুখে পড়ল শেয়ার বাজার। বুধবার সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৪৭৫.২৭ পয়েন্ট, সর্বনিম্ন ৬৫,৮৪২.১০ পয়েন্ট। দিনের শেষে মঙ্গলবারের তুলনায় ৫৫১.০৭ পয়েন্ট নেমে ৬৫,৮৭৭.০২ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ১৪০.৪০ পয়েন্ট বেড়ে ১৯,৬৭১.১০ পয়েন্টে থামল নিফটি।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় চতুর্থীতে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) লাভ করেছে হেল্থকেয়ার, অটো। হেল্থকেয়ার সেক্টরের লাভের পরিমাণ ০.৩৩ শতাংশ। এনএসইতে এই তালিকায় রয়েছে ফার্মা, মিডিয়া, অটো। বিএসইতে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে পাওয়ার, ফিন্যান্স, ব্যাঙ্কেক্স। এনএসইতে ক্ষতির তালিকায় সবার উপরে সরকারি ব্যাঙ্ক, এই সেক্টরের ক্ষতির পরিমাণ ১.৬৭ শতাংশ।
সংস্থাগুলির তালিকায় বুধবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে টাটা মোটরস, সান ফার্মা, মারুতি সুজ়ুকি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। নিফটিতে এই তালিকায় রয়েছে সিপলা, ডঃ রেড্ডিজ় ল্যাব, টাটা মোটরস। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে বজাজ ফিন্যান্স, বজাজ ফিনসার্ভ, এনটিপিসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক।